নিউজ পোল ব্যুরো: আন্তর্জাতিক ভাষা দিবসের অনুষ্ঠানে থাকতে পারবেন না বাংলাদেশের (Bangladesh)রাষ্ট্রপতি (Bangladesh President)। বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের নিশানায় মহম্মদ সাহাবুদ্দিন। আন্তর্জাতিক ভাষা দিবসের অনুষ্ঠানে মহম্মদ সাহাবুদ্দিনকে (Mohammad Shahabuddin)উপস্থিত না থাকার দাবি জানানো হয়েছে ছাত্র সংগঠনের তরফে (Student Organization Protest)। বিপ্লবী ছাত্র পরিষদ নামক ওই সংগঠনটি ঘোষণা করেছে,যে ২১ ফেব্রুয়ারি ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে (Central Shaheed Minar) অনুষ্ঠিত ঐতিহাসিক ভাষা দিবসের মূল অনুষ্ঠান রাষ্ট্রপতি (President) ছাড়াই হবে।
প্রতিবছর এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী এবং দেশের অন্যান্য শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ,বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা ভাষা শহিদদের (Language Martyrs) প্রতি শ্রদ্ধা জানান। সংগঠনটির দাবি,রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের শহিদ মিনারে (Shahid Minar) উপস্থিতি নিষিদ্ধ করতে হবে এবং তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (Dhaka University) ক্যাম্পাসেও প্রবেশ করতে দেওয়া যাবে না,কারণ তিনি ‘জুলাই বিপ্লব’ (July Biplab) এর সময় চুপ ছিলেন এবং হাসিনার (Sheikh Hasina) অবৈধ নির্বাচনের (Unlawful Election) ফলস্বরূপ রাষ্ট্রপতি (President) পদে অধিষ্ঠিত হয়েছেন।
বিপ্লবী ছাত্র পরিষদের আহবায়ক আবদুল ওয়াহেদ (Abdul Wahed) বলেছেন,’আমরা আমাদের ভাইবোনদের অনেক বড় ক্ষতি দেখেছি ২০০০ সালে। কিন্তু সে সময় রাষ্ট্রপতি কোন প্রতিক্রিয়তা দেননি। তিনি হাসিনার (Sheikh Hasina) অবৈধ এমপিদের (MP) ভোটে নির্বাচিত হয়েছেন এবং দীর্ঘ সময় ধরে পদত্যাগ না করে রাষ্ট্রপতি (President) পদে বহাল রয়েছেন।’ তিনি আরও বলেন, ‘এখন সময় এসেছে,আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে জনগণ আর সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায় না।’
এদিন তত্ত্বাবধায়ক সরকারের (Caretaker Government) অন্যতম উপদেষ্টা আসিফ মাহমুদ (Asif Mahmud) আওয়ামী লিগকে নিষিদ্ধ করার পাশাপাশি দেশের রাজনৈতিক পরিসর থেকে তাঁদের পুরোপুরি অপসারণের দাবি তুলেছেন।