BJP: মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে ২৫০০টাকা জানালেন মুখ্যমন্ত্রী

দেশ

নিউজ পোল ব্যুরোঃ নারী ক্ষমতায়নে বরাবরই জোর দিয়ে থাকে বিজেপি (BJP)। দিল্লিতে মুখ্যমন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে সেটাই প্রতিফলিত হয়েছে। জেতার আগে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। ক্ষমতায় আসার পর এবার সেগুলি পূরণ করার পালা। বিজেপি (BJP) কথা যে রাখবে তা শপথ নেওয়ার আগেই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা(Rekha Gupta)। জানিয়ে দিলেন বিজেপি কবে দিল্লির মহিলাদের অ্যাকাউন্টে দেবে ২৫০০ টাকা(Money)।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/p/1BcRZJz6qs/

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডারের আদলে বিজেপি শাসিত একাধিক রাজ্যে এই ধরনের প্রকল্প চালু হয়েছে। বাদ যাননি কেজরিওয়ালও। তিনি কথা দিয়েছেন ক্ষমতায় এলে মহিলাদের দেওয়া হবে ২৫০০টাকা।

আরও পড়ুনঃ https://thenewspole.com/2025/02/20/kolkata-budget-2025-firhad-hakim-new-opportunities-revenue-deficit/

এমনকি বিজেপিও জানিয়েছিল তারা ক্ষমতায় এলে এই প্রকল্প বন্ধ হবে না। দিল্লির মনোনীত মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বৃহস্পতিবার তাঁর সরকারের মহিলাদের প্রতি মাসে ২,৫০০ টাকা আর্থিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এবং আশ্বাস দিয়েছেন যে প্রথম কিস্তি ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবসের মধ্যে সকলের অ্যাকাউন্টে জমা হবে।

আরও পড়ুনঃ https://thenewspole.com/2025/02/20/do-you-know-delhi-chief-minister-rekha-guptas-wealth/

একই সময়ে তিনি পূর্ববর্তী আপ সরকারের সমালোচনা করে বলেছেন যে তাদের মেয়াদকালে ব্যয় করা প্রতিটি পয়সার হিসাব দিতে হবে। রেখা বলেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন পূরণ করাই আমাদের ৪৮ জন বিজেপি বিধায়কের দায়িত্ব। মহিলাদের আর্থিক সাহায্য সহ আমরা সমস্ত প্রতিশ্রুতি পূরণ করব। আগামী ৮ মার্চের মধ্যে ১০০ শতাংশ মহিলাই আর্থিক সাহায্য পাবেন।”

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/p/1ADfg9p8fA/

নারী ক্ষমতায়নে বরাবরই জোর দিয়ে থাকে বিজেপি (BJP)। দিল্লিতে মুখ্যমন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে সেটাই প্রতিফলিত হয়েছে। জেতার আগে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। ক্ষমতায় আসার পর এবার সেগুলি পূরণ করার পালা। বিজেপি (BJP) কথা যে রাখবে তা শপথ নেওয়ার আগেই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা(Rekha Gupta)। জানিয়ে দিলেন বিজেপি কবে দিল্লির মহিলাদের অ্যাকাউন্টে দেবে ২৫০০ টাকা(Money)।