নিউজ পোল ব্যুরোঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে দিল্লির (Delhi )মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রেখা গুপ্তা (Rekha Gupta)। পদ্ম নির্মূলে ঝাড়ুর দাপট ম্লান হয়ে গিয়েছে। ২৭ বছর পর দিল্লি (Delhi )এখন বিজেপির দখলে। দিল্লির নতুন মুখ্যমন্ত্রীকে নিয়ে চর্চা তো চলছেই। জানেন কি বিজেপির(BJP) পছন্দের বিজেপি নেত্রী তথা দিল্লির চতুর্থবারের মহিলা মুখ্যমন্ত্রীর সম্পত্তির পরিমাণ (Delhi Chief Minister’s Wealth) কত। না জানলে জেনে নিন এই প্রতিবেদন থেকে।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/p/1L8fnvMhKp/
নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায়, রেখা গুপ্তার ২০২৩-২০২৪ আর্থিক বছরে আয় ৬ লক্ষ ৯২ হাজার ৫০ টাকা এবং তাঁর স্বামীর আয় ৯৭ লক্ষ ৩৩ হাজার ৫৭০ টাকা। নির্বাচন কমিশনের অধীনস্থ ওয়েবসাইট ‘মাই নেতা’র দেওয়া তথ্য অনুযায়ী, দিল্লির এই নতুন মুখ্যমন্ত্রীর কাছে প্রায় ২৯ লক্ষ টাকার সোনা রয়েছে । তাঁর এবং তাঁর স্বামীর মিলিয়ে এই সোনা। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, রেখার কাছে রয়েছে ২২৫ গ্রাম সোনা এবং তাঁর স্বামীর মালিকানায় রয়েছে আরও ১৩৫ গ্রাম সোনা। সব মিলিয়ে ২৯ লক্ষ টাকার কাছাকাছি সোনা গহনা রয়েছে । হলফনামা অনুসারে, রেখা গুপ্তা এবং তার পরিবারের মোট সম্পদের পরিমাণ বেড়ে হয়েছে ৫.৩ কোটি (৫৩,১৩৪,৯৮১) ।
আরও পড়ুনঃ https://thenewspole.com/2025/02/20/gautam-adani-bribery-case-securities-exchange-commission-usa/
নির্বাচন কমিশনের(election Commission) কাছে জমা দেওয়া সম্পত্তির খতিয়ান অনুযায়ী, রেখা গুপ্তা ও তাঁর স্বামীর LIC-তে মোট ৫৩ লক্ষ টাকার যৌথ বিনিয়োগ রয়েছে। শেয়ার বাজারেও ৯ লক্ষ টাকার অধিক বিনিয়োগ রয়েছে তাঁদের। ৫০ বছর বয়সী এই রাজনীতিবিদের ৪৮.৪৪ লক্ষ টাকার ঋণ রয়েছে। তার হলফনামায় দেখা গিয়েছে তার দুটি আবাসিক সম্পত্তি রয়েছে, যার মধ্যে একটি তার স্বামী মনীশ গুপ্তের সঙ্গে যৌথ মালিকানাধীন। তার কোনও যানবাহন নেই এবং তার ১৮ লক্ষ টাকার গয়না রয়েছে। তাঁর স্থাবর সম্পদের মূল্য ১.১৪ কোটি টাকা এবং অস্থাবর সম্পদের মূল্য ৩০ লক্ষ টাকা।