নিউজ পোল ব্যুরো: ঘুষকাণ্ডে ভারতীয় শিল্পপতি গৌতম আদানির (Gautam Adani) নতুন করে উদ্বেগ! আমেরিকার আইন মন্ত্রণালয় থেকে সাহায্য চাওয়া হয়েছে শিল্পপতি গৌতম আদানি (Gautam Adani) এবং তাঁর ভাইপো সাগর আদানির বিরুদ্ধে ২৬৫ মিলিয়ন ডলার ঘুষ দিয়ে বরাত আদায়ের অভিযোগে নোটিশ (Notice)পাঠানোর জন্য। গৌতম আদানি (Gautam Adani) এবং সাগর আদানি (Sagar Adani)ভারতে অবস্থান করায় তাদের বিরুদ্ধে অভিযোগের নোটিস (Notice)পাঠানোর জন্য ভারতের আইন মন্ত্রণালয়ের সহায়তা চেয়েছে।
এটি জানানো হয়েছে যে, আমেরিকার সিকিয়োরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) নিউ ইয়র্কের আদালতে (New Year Court) ভারতের আইন মন্ত্রণালয়ের সাহায্য চেয়ে একটি আবেদন করেছে। আমেরিকার (America)শেয়ার বাজার (Stock Market) নিয়ন্ত্রক সংস্থা এসইসি ১৮ ফেব্রুয়ারি আদালতে এ বিষয়টি জানিয়েছে।
এদিকে বিরোধী দলগুলো এই বিষয়ে প্রশ্ন তুলেছে, এখন মোদী সরকার (Modi government) আদানি পরিবারের (Adani family) বিরুদ্ধে কি পদক্ষেপ নেবে? কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)আগে আদানি (Gautam Adani)সম্পর্কে বলেছিলেন এটি একটি ব্যক্তিগত আর এখন কি তিনি এসইসি-এর সহায়তায় পদক্ষেপ নেবেন?
গৌতম আদানি (Gautam Adani),সাগর আদানি (Sagar Adani)ও তাদের সহযোগীদের বিরুদ্ধে আমেরিকার ন্যায়বিচার দফতর ও শেয়ার বাজার (Stock Market)নিয়ন্ত্রক সংস্থা আগেই নিউইয়র্ক আদালতে (New Year Court) অভিযোগ দায়ের করেছে। অভিযোগে বলা হয়েছে, আদানি পরিবার (Adani Family)২৬৫ মিলিয়ন ডলার ঘুষ দিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে সৌর বিদ্যুৎ প্রকল্পে অধিক দামে বরাত আদায় করেছিল এবং এতে প্রায় ২০ বছর ধরে ২০০ কোটি ডলার মুনাফার পরিকল্পনা ছিল।
এসইসি আদালতে জানিয়েছে, ভারতের সাথে ‘হেগ সার্ভিস কনভেনশন’ অনুযায়ী সহযোগিতার আবেদন করা হয়েছে। এই চুক্তির আওতায় একটি দেশের আইন সংস্থা অন্য দেশের নাগরিককে আইনি নোটিস (Notice)পাঠানোর জন্য সংশ্লিষ্ট দেশের আইন সংস্থার মাধ্যমে পাঠায়। ভারত আমেরিকা (India-America) সহ ৯০ টি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছে।
এদিকে, কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)বঢরা এক বৈঠকে উল্লেখ করেছেন যে, কংগ্রেস নেতাদের জনসংযোগ বাড়ানোর জন্য সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়া উচিত। তিনি উদাহরণ হিসেবে বলেন, ছোটবেলায় ঠাকুমা ইন্দিরা গান্ধীর (Indira Gandhi)সঙ্গে রামলীলা অনুষ্ঠানে গিয়ে দেখতাম ঠাকুমা কীভাবে সহজেই জনসংযোগ করতেন।
এছাড়া, কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ জানান, বি আর আম্বেদকরের (B.R Ambedkar)জন্মস্থানে সংবিধান বাঁচাও কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এবং ভবিষ্যতে রাজ্য জেলা ও ব্লক স্তরে সংবিধান বাঁচাও রথযাত্রা হবে। পরে এপ্রিলে গুজরাটে (gujrat) কংগ্রেসের জাতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে।