নিউজ পোল ব্যুরো: সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা সংক্ষেপে এসআইপি (SIP) বর্তমানে বহুল চর্চিত এক বিনিয়োগ পদ্ধতি। যেখানে এককালীন বিশাল পরিমাণে অর্থের পরিবর্তে অল্প অল্প পরিমাণে অর্থ বিনিয়োগ (Invest) করা হয় যেকোন মিউচুয়াল ফান্ড স্কিমে (Mutual Funds)। ফলে রিটার্ন ভ্যালু (Return Value) বেশি পাওয়া যায়। কিন্তু ইদানিংকালে ছোট এবং মিড-ক্যাপ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ভবিষ্যৎ (Investment Plan 2025) সম্পর্কে বিনিয়োগকারীদের (Investor) মধ্যে উদ্বেগ বাড়ছে।
আরও পড়ুন: BSE News: ঘাবড়াবেন না! বাজারে পতনটাই শেষ কথা নয় বলছেন বিশেষজ্ঞরা
২০২৫ সালে (Investment Plan 2025) নিফটি-ফিফটি (Nifty 50), নিফটি মিড ক্যাপ ১৫০ (Nifty Mid Cap 150) এবং নিফটি স্মল ক্যাপ ২৫০ (Nifty Small Cap 250) যথাক্রমে ২%, ৭% এবং ৯% ক্ষতির (Loss) সম্মুখীন হয়েছে। এইধরণের পতনের (Down) ফলে বিনিয়োগকারীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মিউচুয়াল ফান্ড (Mutual Funds) আর চালিয়ে নিয়ে যাওয়া উচিৎ কিনা এই বিষয়েও প্রশ্ন জেগেছে তাদের মনে। কারণ এই তহবিলগুলিতে ক্রমাগত পতনের ফলে ক্ষতির মুখোমুখি হয়েছেন তারা।
বিশেষজ্ঞরা এই ব্যাপারে (Investment Plan 2025) বলছেন সাধারণত ছোট (Small Cap) এবং মিড ক্যাপ (Mid Cap) ফান্ডগুলির বাজারে স্থিরতা থাকেনা। এগুলোর ওঠা-নামা চলতে থাকে। ছোট ক্যাপ ফান্ডগুলি সবথেকে ঝুঁকিপূর্ণ (High Risk) হয়ে থাকে। মিড ক্যাপগুলিতেও ঝুঁকির সম্ভাবনা থেকে থাকে। সেই কারণে যারা বেশিমাত্রায় ঝুঁকি নিতে পারবেন তাদেরই একমাত্র এই ফান্ডগুলিতে (Mutual Funds) বিনিয়োগ করা উচিৎ।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
এই প্রসঙ্গে (Investment Plan 2025) আপনা ধন ফিনান্সিয়াল সার্ভিসের (Apna Dhan Financial Services) প্রতিষ্ঠাতা প্রীতি জেন্দে (Preeti Zende) বলেছেন, “এইধরণের ফান্ডগুলি (Mutual Funds) দীর্ঘমেয়াদি বিনিয়োগের (Long term investment) জন্য উপযুক্ত। বিনিয়োগকারীদের তাদের নিজস্ব ঝুঁকি নেওয়ার ক্ষমতা অনুযায়ী টাকা খাটানো প্রয়োজন।“ যদিও বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে যে এই চিত্রটা বদলাবে না এমনটা নয়।
(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা হয়েছে। এগুলি নিউজ পোল বাংলার মতামতের প্রতিফলন নয়।)