KMC Budget 2025: বাজেট পেশ করে মেয়রের বক্তৃতায় কলকাতার উন্নয়নের ফিরিস্তি

কলকাতা শহর

নিউজ পোল ব্যুরো: কলকাতা পুরসভার ২০২৫-২৬ অর্থবর্ষে বাজেট প্রস্তাব পেশ করলেন মহানাগরিক ফিরহাদ হাকিম (KMC Budget 2025)। গত বছরের তুলনায় ১১২ কোটি ঘাটতিকে ছাপিয়ে গিয়ে ১১৪.৭২ কোটি টাকা গিয়ে দাড়াল এবারের বাজেট (KMC Budget 2025)। আনুমানিক ২.৭২ কোটি টাকা বাড়তি ঘাটতি দেখা গেল এবারের কলকাতা পুর সভার বাজেটে (Budget increase, Deficit increase)।

২০২৪-২৫ অর্থবর্ষে সংশোধিত আয় ছিল ৪০০৮.৬৮ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবর্ষে তুলনামূলক ভাবে আয় ৫৫২৪.৮৪ কোটি টাকা হয়েছে (Revenue projection 2025-26)। একইভাবে ২০২৪-২৫ অর্থবর্ষে ৩৬৫৭.১৪ কোটি টাকা থাকলেও (Expenditure 2024-25) এবারের বাজেটে (KMC Budget 2025) ২০২৫-২৬ অর্থবর্ষে ব্যয় ৫৬৩৯.৫৬ কোটি টাকা। কলকাতা পুরসভার সংক্ষিপ্ত বাজেট প্রস্তাবে মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)আসন্ন ২০২৫-২৬ অর্থবর্ষে আয়ের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে ৫৫২৪.৮৪ কোটি টাকা। যেখনে ব্যয়ের লক্ষ্যমাত্রা রাখা হল ৫৬৩৯.৫৬ কোটি টাকা। অন্যদিকে সম্পত্তি করের ক্ষেত্রে আয় বেড়েছে বলে দাবি করলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

গতবছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবর্ষের ৮ ডিসেম্বর পর্যন্ত সম্পত্তি কর থেকে সংগ্রহীত আয় হয় ৯৪৪ কোটি টাকা। সেখানে ২০২৩-২৪ অর্থবর্ষে সম্পত্তি কর আদায়ের পরিমাণ ছিল ১২১০ কোটি টাকা। আর বর্তমান ২০২৫-২০২৬ অর্থবর্ষে দাড়িয়ে সম্পত্তি কর সংগ্রহের পরিমাণ আদায়ের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে ১৫৮১.৩৩ কোটি টাকা।

উল্লেখ্য, গতবারের তুলনায় বর্তমান অর্থবর্ষের ঘাটতির পরিমাণ ১১৪.৭২ কোটি টাকা পেশ করলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। আনুমানিক ঘাটতি গতবছরের তুলনায় বেড়ে দাড়াল ২.৭২ কোটি টাকা (Deficit rise)। আসন্ন অর্থবর্ষে ট্রেড লাইসেন্স থেকে আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা হল ৮০ কোটি টাকা (Trade license revenue)। একই ভাবে কার পার্কিং খাতায় পুর পার্কিং থেকে কোষাগারে আদায়ের লক্ষ্যমাত্রা ২১ কোটি টাকা রাখা হয়েছে। গতবারের বাজেটে কার পার্কিং থেকে কোষাগারে আয়ের পরিমান ছিল ১৩.৪৬ কোটি টাকা (Parking revenue increase)। অর্থাৎ কার পার্কিং থেকে আয় বেড়েছে ৭.৫৪ কোটি টাকা (Parking revenue growth)। এছাড়া, বিল্ডিং সংশান প্ল্যানের ক্ষেত্রে সরলীকরণ করে এবারের বাজেট (KMC Budget 2025) প্রস্তাবে ২ থেকে ৩ কাঠা জমিতে বাড়ি নির্মাণ করার জন্য অনুমোদন ফি ৫০ শতাংশ কমিয়ে আনা হল। এছাড়া গতবারের কাউন্সিলর দের জন্য বরাদ্দ উন্নয়ন খাতায় পরিমাণ বৃদ্ধি করে ১৫ লক্ষ টাকা থেকে ২০ লক্ষ টাকা করা হয়। একই ভাবে বোরো ফান্ডের পরিমাণ ২৫ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩০ লক্ষ টাকা বাড়ানো হয়। সেই ফান্ডের ক্ষেত্রে অতিরিক্ত বৃদ্ধি না করে সামন ভাবেই রেখে দেওয়া হল। বৃহস্পতিবার বাজেট (KMC Budget 2025) অধিবেশনের প্রথম দিন রাজ্য সঙ্গীত দিয়ে শুরু হয়। তারপরেই শোক প্রস্তাব পেশ করেন কলকাতা পুর সভার চেয়ারপারসন মালা রায় (Mala Roy)। ১ মিনিটের নীরবতা পালন করা হয় সদ্য প্রয়াত প্রতুল মুখোপাধ্যায় মৃত্যুকে কেন্দ্রে করে। মেয়রের প্রথম দিনের বাজেট (KMC Budget 2025) প্রস্তাব পেশ করার পর আগামী মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাজেট অধিবেশন স্থগিত রাখার ঘোষণা করলেন চেয়ারপারসন মালা রায় (Mala Roy)।