LIC Smart Pension Plan: LIC-এর নতুন স্মার্ট পেনশন প্ল্যান: আজই আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করুন!

দেশ

নিউজ পোল ব্যুরো: ভারতের বৃহত্তম বীমা সংস্থা, LIC সম্প্রতি তার গ্রাহকদের জন্য নতুন ‘স্মার্ট পেনশন প্ল্যান’ চালু করেছে(LIC Smart Pension Plan)। এটি একটি এককালীন প্রিমিয়াম(One Time Premium Plan) ভিত্তিক তাৎক্ষণিক পেনশন পরিকল্পনা, যা একক ও যৌথ জীবন উভয় বিকল্পেই পাওয়া যাবে। অর্থ মন্ত্রণালয়ের সচিব শ্রী.এম.নাগারাজু এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই পরিকল্পনার উদ্বোধন হয়(LIC Smart Pension Plan)। এর মধ্যে রয়েছে,

১) তাৎক্ষণিক পেনশন- গ্রাহক এককালীন প্রিমিয়াম প্রদান করলেই এই পেনশন প্ল্যান চালু হয়ে যাবে এবং বার্ষিক পেনশন প্রদান শুরু হবে।
২) একাধিক বিকল্প- গ্রাহকের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পেনশন অপশন বেছে নেওয়ার সুযোগ রয়েছে।
৩) বয়সসীমা- এই পেনশন প্ল্যানের আওতায় সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ১০০ বছর বয়সী ব্যক্তিরা বিকল্পের ভিত্তিতে অনুর্ভুক্ত হতে পারবেন।
৪) পছন্দমতো সুবিধা- গ্রাহকের একক জীবন বা যৌথ জীবন পেনশন অপশনের যেকোনো একটি বেছে নিতে পারেন।

পাশাপাশি এই আওতায় অন্তর্ভুক্ত রয়েছে অনেক বিশেষ সুবিধাও।
১) LIC – এর বিদ্যমান পলিসি ধারকদের জন্য বিশেষ সুবিধা: বর্তমান গ্রাহক ও তাদের মনোনীতদের জন্য অতিরিক্ত বার্ষিকী হারের সুবিধা পাওয়া যাবে(LIC Smart Pension Plan)।
২) তরলতা সুবিধা: এই পরিকল্পনার আওতায় প্রয়োজন হলে আংশিক বা সম্পূর্ণ অর্থ উত্তোলনের সুবিধা রয়েছে।
৩) অনলাইন ক্রয় সুবিধা: LIC – এর স্মার্ট পেনশন প্ল্যান অনলাইনে www.licindia.in ওয়েবসাইটে(Website) কেনা যাবে।

৫. এনপিএস (NPS) গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা:জাতীয় পেনশন স্কিমের গ্রাহকদের জন্যও এই প্ল্যানে অতিরিক্ত সুবিধা রয়েছে(LIC Smart Pension Plan)।

৬. প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ বিকল্প:এই প্ল্যানে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্যও বিশেষ সুবিধা ও বিকল্প উপলব্ধ।

পেমেন্ট অপশন:
স্মার্ট পেনশন প্ল্যানে পেনশন পাওয়ার জন্য বিভিন্ন পেমেন্ট অপশন রয়েছে: মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিক, বার্ষিক, পলিসি ঋণ সুবিধা। পলিসি কেনার ৩ মাস পর থেকেই LIC-এর স্মার্ট পেনশন প্ল্যানের আওতায় ঋণ নেওয়ার সুযোগ রয়েছে।

অফলাইনে: LIC-এর এজেন্ট, POSP-LI, এবং পাবলিক সার্ভিস সেন্টার (CPSC-SPV) থেকে এই প্ল্যান কেনা যাবে। LIC-এর স্মার্ট পেনশন প্ল্যান দীর্ঘমেয়াদী নিরাপত্তা(LIC Smart Pension Plan) ও নিশ্চিত মাসিক আয়ের জন্য একটি চমৎকার বিকল্প। আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করতে আজই এই প্ল্যান সম্পর্কে বিশদ তথ্য জেনে সঠিক বিনিয়োগের সিদ্ধান্ত নিন(LIC Smart Pension Plan)।