নিউজ পোল ব্যুরো: ভারতের বৃহত্তম বীমা সংস্থা, LIC সম্প্রতি তার গ্রাহকদের জন্য নতুন ‘স্মার্ট পেনশন প্ল্যান’ চালু করেছে(LIC)। এটি একটি এককালীন প্রিমিয়াম(One Time Premium Plan) ভিত্তিক তাৎক্ষণিক পেনশন পরিকল্পনা, যা একক ও যৌথ জীবন উভয় বিকল্পেই পাওয়া যাবে। অর্থ মন্ত্রণালয়ের সচিব শ্রী.এম.নাগারাজু এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই পরিকল্পনার উদ্বোধন হয়(LIC Smart Pension Plan)। এর মধ্যে রয়েছে,
১) তাৎক্ষণিক পেনশন- গ্রাহক এককালীন প্রিমিয়াম প্রদান করলেই এই পেনশন প্ল্যান চালু হয়ে যাবে এবং বার্ষিক পেনশন প্রদান শুরু হবে।
২) একাধিক বিকল্প- গ্রাহকের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পেনশন অপশন বেছে নেওয়ার সুযোগ রয়েছে।
৩) বয়সসীমা- এই পেনশন প্ল্যানের আওতায় সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ১০০ বছর বয়সী ব্যক্তিরা বিকল্পের ভিত্তিতে অনুর্ভুক্ত হতে পারবেন।
৪) পছন্দমতো সুবিধা- গ্রাহকের একক জীবন বা যৌথ জীবন পেনশন অপশনের যেকোনো একটি বেছে নিতে পারেন।
আরও পড়ুন: https://thenewspole.com/2025/02/20/ivestment-plan-2025-where-you-should-invest/
পাশাপাশি এই আওতায় অন্তর্ভুক্ত রয়েছে অনেক বিশেষ সুবিধাও।
১) LIC – এর বিদ্যমান পলিসি ধারকদের জন্য বিশেষ সুবিধা: বর্তমান গ্রাহক ও তাদের মনোনীতদের জন্য অতিরিক্ত বার্ষিকী হারের সুবিধা পাওয়া যাবে।
২) তরলতা সুবিধা: এই পরিকল্পনার আওতায় প্রয়োজন হলে আংশিক বা সম্পূর্ণ অর্থ উত্তোলনের সুবিধা রয়েছে।
৩) অনলাইন ক্রয় সুবিধা: LIC – এর স্মার্ট পেনশন প্ল্যান অনলাইনে www.licindia.in ওয়েবসাইটে(Website) কেনা যাবে।
৫. এনপিএস (NPS) গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা:জাতীয় পেনশন স্কিমের গ্রাহকদের জন্যও এই প্ল্যানে অতিরিক্ত সুবিধা রয়েছে(।
৬. প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ বিকল্প:এই প্ল্যানে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্যও বিশেষ সুবিধা ও বিকল্প উপলব্ধ।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক:https://www.facebook.com/share/p/1L8fnvMhKp/
পেমেন্ট অপশন:
স্মার্ট পেনশন প্ল্যানে পেনশন পাওয়ার জন্য বিভিন্ন পেমেন্ট অপশন রয়েছে: মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিক, বার্ষিক, পলিসি ঋণ সুবিধা। পলিসি কেনার ৩ মাস পর থেকেই LIC-এর স্মার্ট পেনশন প্ল্যানের আওতায় ঋণ নেওয়ার সুযোগ রয়েছে।
অফলাইনে: LIC-এর এজেন্ট, POSP-LI, এবং পাবলিক সার্ভিস সেন্টার (CPSC-SPV) থেকে এই প্ল্যান কেনা যাবে। LIC-এর স্মার্ট পেনশন প্ল্যান দীর্ঘমেয়াদী নিরাপত্তা ও নিশ্চিত মাসিক আয়ের জন্য একটি চমৎকার বিকল্প। আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করতে আজই এই প্ল্যান সম্পর্কে বিশদ তথ্য জেনে সঠিক বিনিয়োগের সিদ্ধান্ত নিন।