নিউজ পোল ব্যুরোঃ রক্ষকই ভক্ষক! চলন্ত ট্রেনে শ্লীলতাহানির(molestation) অভিযোগ পুলিশকর্মীর (Police) বিরুদ্ধে। লিখিত অভিযোগের ভিত্তিতে দমদম (DumDum) জিআরপি থানায় গ্রেফতার(arrest) অভিযুক্ত পুলিশকর্মী দীপঙ্কর সেন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্য ছড়ায়। যেখানে পুলিশের যাত্রী সুরক্ষার কথা নিশ্চিত করা দরকার সেখানে এই ধরনের ঘটনায় প্রশ্ন উঠছে একাধিক।
জানা গিয়েছে বুধবার সন্ধ্যায় আপ শান্তিপুর লোকালে(shantipur Local) শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি কলকাতা পুলিশের হোমগার্ড। অভিযুক্তকে দীপঙ্কর সেন নামে চিহ্নিত করা হয়েছে। অভিযোগ, বুধবার আপ শান্তিপুর লোকালে বিধান নগর থেকে ফিরছিলেন অভিযোগকারীনি মহিলা ও অভিযুক্ত পুলিশ কর্মী। সন্ধ্যে সাতটা নাগাদ আপ শান্তিপুর লোকাল দমদম স্টেশনের এক নম্বর প্লাটফর্মে ঢোকে। সেই সময় ভিড়ের সুযোগ নিয়ে মহিলার শ্লীলতাহানি করেন ওই পুলিশ কর্মী।
মহিলার অভিযোগ তিনি সেই ঘটনার প্রতিবাদ জানায়। কিন্তু ওই পুলিশকর্মী সংযত না হয়ে মহিলাকে কটুক্তি করে। তারপরেই ওই পুলিশ কর্মীকে ধরে দমদম জি আর পি থানায় নিয়ে যায় সহযাত্রীরা। ঘটনায় এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। প্রথমে ওই পুলিশ কর্মীকে আটক করে জি আর পি। পরে তাকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়।