Madhyamik 2025: বিদ্যুৎ বিভ্রাটে বিভ্রান্ত মাধ্যমিক পরীক্ষার্থীরা

জেলা রাজ্য শিক্ষা

নিউজ পোল ব্যুরো: মধ্যমগ্রাম গঙ্গানগরের কাদিহাটি কালিনাথ মুখার্জী হাই স্কুলে মাধ্যমিক পরীক্ষার (Madhyamik 2025) পদার্থবিদ্যার পরীক্ষা চলাকালীন বিদ্যুৎ (Electricity) চলে যাওয়ার ঘটনা ঘটে। মেঘলা আবহাওয়ার কারণে এমনিতেই আলোর অভাব ছিল। এর ফলে পরীক্ষার (Madhyamik 2025) সময় পরীক্ষার্থীরা (Examinees) যথেষ্ট সমস্যায় পড়ে যান। বিদ্যুৎ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে স্কুল চত্বরে অপেক্ষারত অভিভাবকদের (Guardians) মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাদের মধ্যে কেউ কেউ সন্তানের পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/p/15ibgk8ZQw/

স্কুল কর্তৃপক্ষ দ্রুত মধ্যশিক্ষা পর্ষদের (West Bengal Board of Secondary Education) সঙ্গে যোগাযোগ করেন এবং মোমবাতি (Candles) জ্বালিয়ে পরীক্ষার ব্যবস্থা করেন। এর পাশাপাশি একটি জেনারেটর সেট (Generator Set) চালু করার উদ্যোগ নেওয়া হয়। তবে সেটি চালু করার আগেই বিদ্যুৎ সংযোগ পুনরায় ফিরে আসে। তবে, বিদ্যুৎ বিভ্রাটের (Power Outage) সময় মোমবাতির আলোতে পরীক্ষা দিতে গিয়ে ছাত্রছাত্রীরা চরম অসুবিধার সম্মুখীন হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছাত্রছাত্রীদের আধঘণ্টা অতিরিক্ত সময় (Extra Time) দেওয়া হয়েছিল। যদিও স্কুল কর্তৃপক্ষ মিডিয়ার সামনে এটি স্বীকার করতে অস্বীকার করেন।

অভিভাবকদের উত্তেজনা শান্ত করতে স্কুলের প্রধান শিক্ষক সুমিত সাহা এবং উপস্থিত পুলিশকর্মীরা (Police Officers) তাদের সঙ্গে কথা বলেন। স্কুল কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দেয় যে, পরীক্ষাশেষ হওয়ার আগে তারা মিডিয়ার সঙ্গে কোনো মন্তব্য করবে না। এই ঘটনায়(Madhyamik 2025) স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়ানোর জন্য বিকল্প আলোর ব্যবস্থা এবং পর্যাপ্ত জেনারেটর মজুত রাখার পরামর্শ দিয়েছেন(Madhyamik 2025)।