নিউজ পোল ব্যুরোঃ যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে বুধবার ঘোষণা করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীর নাম(Delhi CM face)। আম আদমি পার্টিকে(AAP) হারিয়ে দিল্লিতে ২৭ বছর পর ক্ষমতায় আসার এক সপ্তাহেরও বেশি সময় পর বিজেপি(BJP) মুখ্যমন্ত্রীর মুখ সামনে আনল। বাকি প্রতিদ্বন্দ্বীদের পিছনে ফেলে বুধবার দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন রেখা গুপ্তা(Rekha Gupta)। জানেন কি কে এই রেখা গুপ্তা? চিনে নিন দিল্লির নতুন মুখ্যমন্ত্রীকে।
বিজেপি নেত্রী রেখা গুপ্তা(Rekha Gupta) হয়তো প্রথমবারের মতো বিধায়ক, কিন্তু রাজনীতিতে তাঁর দীর্ঘ ইনিংস রয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপির শীর্ষ নেতৃত্ব তাঁকেই বেছে নিয়েছে। ৪১ বছর বয়সী রেখা গুপ্তা সম্প্রতি দিল্লি বিধানসভা নির্বাচনে শালিমার বাগ আসন থেকে প্রায় ৩০,০০০ ভোটের ব্যবধানে জয়ী হন। “কাম হি পেহচান” (আমার কাজই আমার পরিচয়), এই স্লোগানটি বিজেপি নেত্রী তাঁর প্রচারণার জন্য তার ওয়েবসাইটে ব্যবহার করেন।রেখা গুপ্তা ছিলেন দিল্লির বিজেপির বেশ কয়েকজন নেতার মধ্যে একজন যাদের মুখ্যমন্ত্রী পদের জন্য এগিয়ে রাখা হয়েছিল।
কে এই রেখা গুপ্তা?
দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্বাচনের মাধ্যমে রাজনীতিতে পা রাখেন রেখা গুপ্তা। তিনি তিনবারের কাউন্সিলর এবং দক্ষিণ দিল্লি পৌর কর্পোরেশনের (SDMC) প্রাক্তন মেয়র। ২০২২ সালে বিজেপি তাকে AAP-এর শেলি ওবেরয়ের বিরুদ্ধে MCD মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। রেখা গুপ্তা বিজেপি মহিলা মোর্চার জাতীয় সহ-সভাপতি। তিনি পূর্বে দিল্লি বিজেপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দৌলত রাম কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং ১৯৯৬-৯৭ অধিবেশনে DUSU-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৭ সালে তিনি প্রথম উত্তর পিতমপুরা থেকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন।
আরও পড়ুন: https://thenewspole.com/2025/02/20/the-head-to-head-results-of-ind-vs-ban-matches/
জানিয়ে রাখা ভাল, মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে রেখার নাম বারে বারেই শোনা যাচ্ছিল। রাজনৈতিক মহল বলছে, রেখা গুপ্তাকে দিল্লির মুখ্যমন্ত্রী করে বিজেপি মহিলা মুখ্যমন্ত্রীদের ঐতিহ্যের উপর ভিত্তি করে গড়ে তোলার চেষ্টা করছে এবং আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের পদমর্যাদাকে বৈপরীত্য এবং বিচ্যুতি হিসেবে দেখাচ্ছে। এই প্রসঙ্গে উল্লেখ্য, দিল্লিতে কংগ্রেসের শীলা দীক্ষিতের ১৫ বছরের শাসন কালেও একাধিক মহিলা মুখ্যমন্ত্রীর দেখা গিয়েছিল। তবে কেজরিওয়ালও পদ ছাড়ার পর আপ দিল্লিতে একজন মহিলা অতিশিকে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে সামনে এনেছিল কয়েক মাসের জন্য। দিল্লির অন্যান্য মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন আপের অতিশী এবং বিজেপির সুষমা স্বরাজ। ১৯৯৮ সালের ১২ অক্টোবর থেকে ১৯৯৮ সালের ৩ ডিসেম্বর পর্যন্ত সুষমা স্বরাজ দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন।