নিউজ পোল ব্যুরোঃ বুধবারেই ঘোষণা হয়েছে নাম। আজ লক্ষ্মীবারে রামলীলা ময়দানে(ramlila maidan) দিল্লির নতুন মুখ্যমন্ত্রী(Delhi New CM) হিসেবে শপথ নেবেন বিজেপির(BJP) রেখা গুপ্তা (Rekha Gupta)। সুষমা স্বরা, শীলা দীক্ষিত এবং অতিশীর পর গুপ্তা দিল্লির চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী হতে চলেছেন। রেখা গুপ্তা দিল্লি বিধানসভা নির্বাচনে শালিমার বাগ থেকে আপ প্রার্থী বন্দনা কুমারীকে ২৯,০০০ ভোটের বেশি ভোটে পরাজিত করে জয়ী হয়েছেন।
আজ বৃহস্পতিবার রেখার সঙ্গেই দিল্লিতে মন্ত্রিপরিষদ মন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন বিজেপি নেতা পরবেশ ভার্মা, কপিল মিশ্র, মনজিন্দর সিং সিরসা, রবীন্দ্র রাজ, আশীষ সুদ এবং পঙ্কজ সিং।
দিল্লির মুখ্যমন্ত্রী পদে বিজেপির পছন্দ হিসেবে পরবেশ ভার্মার নাম আলোচনায় ছিল। রাজধানীতে বিজেপির জাঠ মুখ, তিনি দিল্লি বিধানসভা নির্বাচনে নতুন দিল্লি আসন থেকে অরবিন্দ কেজরিওয়ালকে পরাজিত করেছিলেন। তবে মহিলা মুখ হিসেবে রেখাকেই এগিয়ে রেখেছে বিজেপি। দিল্লির রামলীলা ময়দানে মেগা শপথ গ্রহণের অনুষ্ঠানের সাক্ষী থাকবে দিল্লির সাধারণ মানুষরা। আমন্ত্রণ জানানো হয়েছে বিজেপি শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও। আজ দুপুর ১২টায় দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন রেখা গুপ্তা। আমন্ত্রিত রয়েছেন ফিল্ম স্টাররাও।
আরও পড়ুনঃ https://thenewspole.com/2025/02/20/policeman-arrested-for-alleged-molestation-on-train/
মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণা হওয়ার পর রেখা বলেছেন, “প্রথমত, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। নারীদের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি এবং ইতিবাচকতা এটি সম্ভব করেছে। এত গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য একজন মধ্যবিত্ত মহিলাকে বেছে নেওয়া একটি বড় সিদ্ধান্ত, এবং আমার উপর আস্থা রাখার জন্য আমি শীর্ষ নেতৃত্বকে গভীরভাবে ধন্যবাদ জানাই। তারা আমাকে এই বিশাল দায়িত্ব দিয়েছেন, এবং আমি নিষ্ঠার সাথে এটি পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি আরও বলেছেন, “এটি একটি বিশাল দায়িত্ব। আমার উপর আস্থা রাখার জন্য আমি প্রধানমন্ত্রী মোদী এবং বিজেপি হাইকমান্ডকে ধন্যবাদ জানাই। আমি আমার দায়িত্ব অত্যন্ত সততার সাথে পালন করব। আমার প্রথম অগ্রাধিকার হল আমাদের দলের সকল প্রতিশ্রুতি পূরণ করা, এবং দ্বিতীয় অগ্রাধিকার হল আমাদের ৪৮ জন বিধায়ক যেন একত্রে মোদী টিম হিসেবে কাজ করেন। আমি কখনও ভাবিনি যে আমি দিল্লির মুখ্যমন্ত্রী হব। পূর্ববর্তী দুর্নীতিগ্রস্ত সরকারকে জনগণের প্রতিটি টাকার হিসাব দিতে হবে।”