Sonia Gandhi: হাসপাতালে ভর্তি সনিয়া গান্ধী, হঠাৎ কি হল তাঁর

breakingnews দেশ

নিউজ পোল ব্যুরো: ফের হাসপাতালে ভর্তি কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী(Sonia Gandhi)। বৃহস্পতিবার সূত্র জানিয়েছে, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী দিল্লির গঙ্গারাম হাসপাতালে(admitted to hospital) তিনি ভর্তি রয়েছেন । যদিও এই কথা কংগ্রেসের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়নি।

সনিয়া গান্ধী (Sonia Gandhi)তিনি সুস্থ আছেন এবং শুক্রবার তাকে ছেড়ে দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে সনিয়া গান্ধী ৭৮ বছর বয়সে পা দিয়েছেন। সূত্রটি জানিয়েছে, তিনি চিকিৎসকদের একটি দলের পর্যবেক্ষণে রয়েছেন। রুটিন চেকআপের জন্যই তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গিয়েছে। তেমন চিন্তার কিছু নেই বলেই মিলেছে খবর। ২০২২ সালে করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই তিনি নানা সমস্যায় ভুগছেন। একাধিকবার তিনি ভর্তিও হয়েছেন হাসপাতালে। স্যার গঙ্গা রাম হাসপাতালের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডাঃ অজয় ​​স্বরূপ জানিয়েছেন, “পেটের কোনও সমস্যার জন্য আজ তাকে ভর্তি করা হয়েছিল। তবে, কোনও বড় উদ্বেগের কারণ নেই এবং আগামীকাল সকালের মধ্যে তাকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে।” গ্যাস্ট্রোএন্টেরোলজি বিশেষজ্ঞ ডাঃ সমীরন নন্দির তত্ত্বাবধানে তিনি।

সনিয়া গান্ধী জনসমক্ষে উপস্থিতি ছিলেন গত সপ্তাহে। তাঁকে ১৩ ফেব্রুয়ারি সংসদের বাজেট অধিবেশনের সময় রাজ্যসভায় দেখা গিয়েছিল। ১০ ফেব্রুয়ারি, সনিয়া গান্ধী সরকারকে যত তাড়াতাড়ি সম্ভব জনসংখ্যা গণনা সম্পন্ন করার আহ্বান জানিয়ে দাবি করেন যে দেশের প্রায় ১৪ কোটি মানুষ খাদ্য সুরক্ষা আইনের আওতায় সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। রাজ্যসভায় তার প্রথম জিরো আওয়ারে হস্তক্ষেপে, সনিয়া গান্ধী বলেন যে জাতীয় খাদ্য সুরক্ষা আইন (NFSA) এর অধীনে সুবিধাভোগীদের ২০১১ সালের আদমশুমারি অনুসারে চিহ্নিত করা হচ্ছে, সর্বশেষ জনসংখ্যার সংখ্যা অনুসারে নয়। অন্যদিকে রায়বরেলি গিয়েছেন ছেলে রাহুল গান্ধী। সেখানে তাঁর পূর্ব ঘোষিত কিছু কর্মসূচি রয়েছে।