Krishnendu Narayan Choudhury: তৃণমূলের রাজ্য সহ সভাপতিকে খুনের হুমকি

জেলা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: হিংসার রাজনীতি অব্যাহত মালদায়। দিন কয়েক আগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্রের গাড়িতে হামলা হয়েছিল। তার আগে বছর শুরু হতেই খুন হয়েছিলেন দুই তৃণমূল নেতা। আর এবারে টেলিফোনে খুনের হুমকি দেওয়া হল ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীকে (Krishnendu Narayan Choudhury)।

আরও পড়ুনঃ Jadavpur University Admission 2025: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল হিউম্যানিটিজ কোর্সে ভর্তি শুরু

শুধু ফোনে হুমকিই নয়। ফোনের পাশাপাশি তৃণমূল নেতাকে একাধিক হুমকি মেসেজ পাঠানো হয়েছে বলেও অভিযোগ। পুলিশেও অভিযোগ দায়ের করেছেন কৃষ্ণেন্দুনারায়ণ (Krishnendu Narayan Choudhury)। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি বাড়ানো হয়েছে তৃণমূল নেতার নিরাপত্তাও।

কৃষ্ণেন্দুনারায়ণ (Krishnendu Narayan Choudhury) জানান, তাঁর ডাকনাম কিষাণ। আর সেই নামেই তাঁকে ডাকা হয়েছিল ফোনের উল্টো প্রান্ত থেকে। বলেন, “আমাদের এখানে ফার্ম হাউস আছে। সেখানে ভগবান শিবের মন্দির নির্মাণের কাজ চলছে। তার নন্দীর মূর্তি গাড়িতে করে নিয়ে আমরা যাচ্ছিলাম। তখন ফোনটা আসে। আমার ডাক নামে ডেকে কথা বলা হয়েছিল। তাই আমি ভেবেছিলাম, চেনা কেউ।”

নিউজপোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

এরপরই রাজ্য তৃণমূলের সহ সভাপতি যোগ করেন, “ওই ব্যক্তি নিজেকে ‘ডি কোম্পানি’র প্রদীপ নামে পরিচয় দিয়ে হিন্দিতে বলেন, ‘২০ পেটি দেনা হোগা আপকো, নেহি তো তুম অউর তুমহারি ফ্যামিলি মেম্বারকো ঠোক দেঙ্গে। মানে, টাকা না দিলে আমাকে আর আমার পরিবারকে খুন করা হবে।” কৃষ্ণেন্দু আরও বলেন, প্রথমে বুধবার সন্ধ্যায় একটি অচেনা নম্বর থেকে মেসেজ আসে। সেটি না দেখায় পরদিন অচেনা একটি নম্বর থেকে ফোন আসে।