নিউজ পোল ব্যুরো: বিধান নগর পুলিশ কমিশনারের নির্দেশ। সল্টলেকে ব্যাটারি চালিত রিক্সা চালক ইউনিয়ন বিধাননগর ইউনিটের পক্ষ থেকে আয়োজন করা হয় সমস্ত রিক্সা চালকদের পরিচয় পত্র প্রদানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানের উপস্থিত ছিল বিধান নগর পৌর নিগম এর চেয়ারম্যান সব্যসাচী দত্ত এবং বিধাননগর ট্রাফিক পুলিশ। এই পরিচয়পত্র প্রধান অনুষ্ঠানে বিধাননগর(Bidhannagar )পৌরনির্মার চেয়ারম্যান সব্যসাচী দত্ত(Sabyasachi Dutta)জানান, গ্রাহক আপনাদের লক্ষ্মী তাদের সঙ্গে একটু ভালো করে কথা বলুন একটু সহৃদয় ব্যবহার করুন। রেট চার্ট এটা পৌর নিগমের কাজ আমি মাননীয়া মেয়রকে অনুরোধ করব যাতে পৌর নিগমের তরফ থেকে করে দেওয়া যায় তবে খুব ভালো হয় আর যদি না হয় ইউনিয়নের তরফ থেকে বসে একটা ঠিক করব সর্বসম্মতিক্রমে সেটা আমরা পুলিশকে দিয়ে পাস করিয়া সেটা বোর্ডে লাগিয়ে দেব। আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে থাকেন আপনাদের বিরুদ্ধে অভিযোগ করাটা খুবই সহজ।”
তিনি আরও বলেন, “আপনার রিকশায় উঠে ৫০ পয়সার জন্য প্রচুর ক্ষমতা দেখাবে। সেই ক্ষমতা দেখানোর পরে বলবে অমুক নেতাকে ফোন করছি অমুক দাদাকে ফোন করছি অমুক পুলিশ কে ফোন করছি। এখানে পুলিশের আধিকারিকরা আছে ওনাদের ও কিছু করার থাকে না যখন আমাদের মত নেতারা যখন প্রথমেই বিধান নগরের আবাসিকদের হয়ে ফোন করতে থাকি থানায়। কিন্তু আমি অনুরোধ করব আপনারা একটু সঙ্ঘবদ্ধ থাকুন। একা একা থাকবেন মুডকে ভেঙে দেবে আর একত্রিত থাকবেন সবাই আপনাদের কথা শুনবে। দিনের বেলায় বা সন্ধ্যেবেলায় যে নেশাগ্রস্থ অবস্থায় গাড়ি চালাবেন তাদেরকে নিজেদের তরফ থেকে মিটিং করে তিন দিনের জন্য সাসপেন্ড করে দিন। ”
অনুষ্ঠানে বিধাননগর পৌরনির্মার চেয়ারম্যান উপস্থিত চালকদের উদ্দেশ্যে বলেন, “যাকে মনে করবেন কোন মহিলার সাথে কটুক্তি বা অসম্মান করছে তাকে তিনদিনের জন্য সাসপেন্ড করে দিন। চাল থেকে দুটো কালো চার বা কাঁকর কে বের করে দিলে চালটা কিন্তু অনেক ভালোভাবে রান্না করে খাওয়া যায়। প্রচুর ফ্লায়িং গাড়ি এখানে ঘুরে বেড়ায় এটার দায়িত্ব ট্রাফিক ডিপার্টমেন্টের কম পৌর নিগমের বেশি। কারণ লাইসেন্স দেওয়ার কাজটা রিক্সার কিন্তু পৌর নিগমেরই হওয়া উচিত এস্পার মিউনিসিপাল কর্পোরেশন অ্যাক্টে। ২০১৫ থেকে ১৯ পর্যন্ত আমি যখন মেয়র ছিলাম তখন জানতাম ২০০০ থেকে ২২০০-র মতো রিকশা ছিল নথিভুক্ত ছিল ১৮০০ মত এখন সেটা বেড়ে কত হয়েছে পৌরনিগম এর কাছে কোন হিসাব নেই।”