Arvind Kejriwal: প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে কেজরিওয়ালের সুবিধা

দেশ

নিউজ পোল ব্যুরোঃ ক্ষমতা হারিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal)। এখন তিনি প্রাক্তন। আপ(AAP) প্রধান ও তাঁর পূর্ব বাসস্থান শিশমহল নিয়ে কম চর্চা হয়নি। রাজনইতিক মহলের অনেকেই বলেন কেজরিওয়ালের (Arvind Kejriwal) সেই বাড়ির সাজসজ্জাই নাকি হারের অন্যতম এক কারণ। তবে এখন কথা হল ক্ষমতা হারানোর পর দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী(former CM) হিসেবে কেজরিওয়াল ঠিক কি কি সুবিধা পাবেন। কেজরিওয়াল কত টাকা পেনশন হিসেবে পাবেন? জেনে নিন সমস্ত কি

২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে দিল্লির মুখ্যমন্ত্রী, বিধায়ক এবং প্রাক্তন বিধায়কদের বেতনের পরিমাণে পরিবর্তন এসেছে। জানা গিয়েছে দিল্লির একজন প্রাক্তন বিধায়ক ১৫ হাজার টাকা করে প্রতি মাসে বেতন পেয়ে থাকেন। একবারের বেশি যদি কোনও বিধায়ক জয়ী হন, তাহলেপ্রতি মাসে এক হাজার টাকা করে তাঁর পেনশন বৃদ্ধি পায়। সেই হিসেবেই পেনশন পাবেন আপ প্রধান। কেজরিওয়াল(Arvind Kejriwal) দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে বেতন পেতেন প্রতি মাসে ৬০ হাজার টাকা । বাকি অন্যান্য অ্যালাওয়েন্স-সহ তিনি সব মিলিয়ে পেতেন ১.২৫ লক্ষ টাকা। তবে তিনি এখন প্রাক্তন ফলে অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী হিসেবে আর কোনও বেতন পাবেন না ।

আরও পড়ুনঃ https://thenewspole.com/2025/02/21/kolkata-high-court-bengali-hearing-mother-language-day/

তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে সরকারি জায়গায় থাকার জন্য অনুরোধ করতে পারবেন। তাছাড়া এমনিতে সরকারি বাসস্থান পাবেন, পাবেন সরকারি গাড়ি এবং সরকারি চালক । সেই সঙ্গেই টেলিফোন এবং ইন্টারনেট সুবিধা পাবেন। কোথাও জাতায়াতের খরচও পাবেন কেজরি। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে কেজরিওয়াল এবং তাঁর পরিবার বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাবেন।