Arrest: দিল্লির ‘লেডি ডন’ এক কোটি টাকার মাদক-সহ গ্রেফতার

দেশ

নিউজ পোল ব্যুরো: দিল্লির ‘লেডি ডন’ জোয়া খানের (Arrest) অপরাধজগতের দাপট অবশেষে পুলিশের ফাঁদে ধরা পড়ল। দীর্ঘদিন ধরেই দিল্লি পুলিশের (Delhi Police) নজরে ছিলেন তিনি। উত্তর-পূর্ব দিল্লি (North-East Delhi) থেকে ২৭০ গ্রাম হেরোইন-সহ (Heroin) গ্রেফতার (Arrest) করা হয়েছে তাকে, যার আন্তর্জাতিক বাজারদর প্রায় এক কোটি টাকা। জোয়া হলেন কুখ্যাত গ্যাংস্টার হাশিম বাবার (Gangster Hashim Baba) তৃতীয় স্ত্রী।

আরও পড়ুন: https://thenewspole.com/2025/02/21/sheikh-mujibur-rahman-in-kolkata-on-mother-language-day-2025/

হাশিমের বিরুদ্ধে খুন, তোলাবাজি ও চোরাচালানের (Extortion & Smuggling) মতো ১২টিরও বেশি মামলা রয়েছে এবং বর্তমানে তিনি জেলবন্দি। স্বামীর অনুপস্থিতিতে পুরো মাদক-সাম্রাজ্যের (Drug Empire) নিয়ন্ত্রণ নেন জোয়া। অত্যন্ত কৌশলে এই অবৈধ কারবার চালাতেন তিনি(Lady Don of Delhi Arrested), যার ফলে এতদিন পুলিশের হাতে কোনও পোক্ত প্রমাণ আসেনি।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/p/16BMusXBLe/

জোয়ার অপরাধজগতে প্রবেশের নেপথ্যে ছিলেন কুখ্যাত মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের (Dawood Ibrahim) বোন হাসিনা পার্কার (Haseena Parkar)। ২০১৭ সালে হাশিমকে বিয়ে করেন জোয়া। বিলাসবহুল জীবনযাপন, সমাজের অভিজাত শ্রেণির সঙ্গে ওঠাবসা, দামি পোশাক ও গয়নায় নিজেকে মেলে ধরতেন তিনি। সমাজমাধ্যমেও (Social Media) ছিলেন অত্যন্ত সক্রিয় এবং প্রচুর অনুগামীও (Followers) রয়েছে তার। জোয়ার পরিবারও অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত। ২০২৪ সালে যৌনচক্র (Sex Racket) চালানোর অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তার মা, বর্তমানে জামিনে মুক্ত। জোয়ার বাবাও মাদক কারবারের সঙ্গে জড়িত(Lady Don of Delhi Arrested)। দিল্লির অপরাধজগতের অন্যতম প্রভাবশালী গ্যাং-গুলির (Crime Gangs) মধ্যে রয়েছে হাশিম বাবা গ্যাং, ছেনু গ্যাং (Chenu Gang) এবং নাসির পহেলওয়ান গ্যাং (Nasir Pehelwan Gang)। অবশেষে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেলের (Special Cell) তৎপরতায় গ্রেফতার হল ‘লেডি ডন’ জোয়া।

জোয়ার পরিবারও অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত। ২০২৪ সালে যৌনচক্র (Sex Racket) চালানোর অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তার মা, বর্তমানে জামিনে মুক্ত। জোয়ার বাবাও মাদক কারবারের সঙ্গে জড়িত(Lady Don of Delhi Arrested)। দিল্লির অপরাধজগতের অন্যতম প্রভাবশালী গ্যাং-গুলির (Crime Gangs) মধ্যে রয়েছে হাশিম বাবা গ্যাং, ছেনু গ্যাং (Chenu Gang) এবং নাসির পহেলওয়ান গ্যাং (Nasir Pehelwan Gang)। অবশেষে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেলের (Special Cell) তৎপরতায় গ্রেফতার হল ‘লেডি ডন’ জোয়া।