নিউজ পোল ব্যুরো: ভারতীয় ভোটারদের ভোটের বুথমুখো করতে ১৮২ কোটি টাকা অনুদান (USAID Fund) বরাদ্দ করেছিল জো বাইডেন (Joe Biden) প্রশাসন। এবারে ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ক্ষমতায় এসেই সেই অনুদান বন্ধ করে দিয়েছেন। তিনি সরাসরি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, “আমরা কেন ভারতকে টাকা দেব?” এই প্রশ্ন উদ্বেগে ফেলে দিয়েছে ভারত সরকারকে। অন্যদিকে ভারতের নির্বাচনে আমেরিকার অর্থ ব্যয়ের নেপথ্যে সিঁদুরে মেঘ দেখছে বিশ্ব কূটনৈতিক মহল।
আরও পড়ুনঃ Narendra Modi : মোদী-ট্রাম্প বৈঠক! বিশ্ব কূটনীতিতে নতুন মোড়?
পূর্বতন রাষ্ট্রপতি বাইডেনকে কাঠগড়ায় তুলে ট্রাম্প সরাসরি তৎকালীন মার্কিন প্রশাসনকে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর অভিযোগ আনেন। বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমি শ্রদ্ধা করি। কিন্তু ভারতে ভোটদানের হার বৃদ্ধি করতে আমরা কেন ২ কোটি ১০ লক্ষ ডলার খরচ করব? আমার মনে হয়, কাউকে জোর করে জেতানোর চেষ্টা করা হয়েছিল। বিষয়টি আমরা ভারত সরকারকে জানিয়েছি।”
ট্রাম্পের এই মন্তব্যের পর শুক্রবার ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal) জানান, বিষয়টি সত্যিই উদ্বেগজনক। তাঁর কথায়, “সম্প্রতি মার্কিন সরকার তহবিল সম্পর্কিত কিছু তথ্য প্রকাশ করেছে। আমাদের নজরে এসেছে বিষয়টি। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।” এরই সঙ্গে যোগ করেন, “বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে ভারত সরকার খতিয়ে দেখছে। তবে পুরোটা যাচাই না করে জনসমক্ষে এ প্রসঙ্গে মন্তব্য করা অনুচিত।”
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
জো বাইডেনের আমলে ভারতের সাধারণ নির্বাচনে ভোটারদের ভোট দানের উৎসাহ বৃদ্ধি করতে ২ কোটি ১০ লক্ষ ডলার (USAID Fund) বরাদ্দ করা হয়েছিল। ভারতীয় মুদ্রায় অংকটা ১৮২ কোটি। ভারতের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলিয়ে কেন এত টাকা খরচ করল তৎকালীন মার্কিন প্রশাসন, সে প্রশ্ন ভাবিয়ে তুলেছে বিশ্ব কূটনৈতিক মহলকেও। উল্লেখ্য, গত রবিবার এই অনুদান বন্ধের ঘোষণা করেন ট্রাম্প।