Chhava Movie: বক্স অফিসে বাজিমাত ‘ছাওয়া’-র, প্রধানমন্ত্রী মোদীর ভূয়সী প্রশংসা

বিনোদন

নিউজ পোল ব্যুরো: ছাওয়া’ সিনেমা(Chhava Movie) মুক্তির পর থেকেই দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছে। ছত্রপতি সম্ভাজির (Chhatrapati Sambhaji) জীবন অবলম্বনে তৈরি এই ছবি দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন অনুরাগীরা। এ বার এই ছবির ভূয়সী প্রশংসা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

মরাঠা সাম্রাজ্যের (Maratha Empire) প্রতিষ্ঠাতা ছত্রপতি শিবাজির (Chhatrapati Shivaji) জ্যেষ্ঠ পুত্র সম্ভাজির জীবনসংগ্রাম ও বীরত্ব নিয়ে নির্মিত হয়েছে ‘ছাওয়া’। সম্ভাজির চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা ভিকি কৌশল (Vicky Kaushal)। ছবিতে তাঁর স্ত্রী মহারানি যেশুবাইয়ের (Maharani Yesubai) ভূমিকায় রয়েছেন রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna), আর মোগল সম্রাট ঔরঙ্গজ়েবের (Aurangzeb) চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় খন্না (Akshaye Khanna)। শিবাজি সবন্তের (Shivaji Sawant) জনপ্রিয় মরাঠি উপন্যাস ‘ছাওয়া’ অবলম্বনে নির্মিত এই ছবিতে দেখানো হয়েছে কীভাবে মোগল বাহিনী সম্ভাজির উপর অত্যাচার করেছিল। দাবি করা হয়েছে, সম্ভাজিকে সমস্ত দুর্গ ও ধনসম্পদ ঔরঙ্গজ়েবের কাছে সমর্পণ করতে বলা হয়েছিল এবং ইসলাম ধর্ম গ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন, যার ফলে তাঁকে নির্মম মৃত্যুদণ্ড দেওয়া হয়।

এই হৃদয়বিদারক কাহিনি(Chhava Movie) দেখার পর দর্শকদের চোখে জল এসে যাচ্ছে। বক্স অফিসেও ব্যাপক সাড়া ফেলেছে ছবিটি। ১৪ ফেব্রুয়ারি মুক্তির পর থেকেই ‘ছাওয়া’ (Chhava Movie) বক্স অফিসে চমকপ্রদ সাফল্য অর্জন করেছে। শুক্রবার পর্যন্ত ছবিটির আয় ২১৯.৭৫ কোটি টাকা ছুঁয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও(Narendra Modi) এই ছবির সাফল্যের প্রশংসা করেছেন। দিল্লির এক অনুষ্ঠানে তিনি বলেন, “মুম্বই ও সমগ্র মহারাষ্ট্র হিন্দি ও মরাঠি চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছে। আর আজ ‘ছাওয়া’ সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে।” তাঁর মন্তব্যে উঠে এসেছে সম্ভাজি মহারাজের অসীম সাহসের কথা, যা মরাঠি সংস্কৃতির গর্ব।