Bangladesh New Party formation: নতুন দলে সমঝোতার ভিত্তিতে ৬টি শীর্ষ পদ

আন্তর্জাতিক রাজনীতি

নিউজ পোল ব্যুরো: নতুন বাংলাদেশে (Bangladesh) নতুন দল (Bangladesh New Party)। বলা হচ্ছে এমনটাই। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করতে চলা নতুন রাজনৈতিক দলে ছয়টি শীর্ষ ছয়টি পদ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেইসঙ্গে এই পদগুলিতে কাদের কাদের দেখা যাবে তাও চূড়ান্ত হয়ে গিয়েছে অনেকাংশে।

আরও পড়ুনঃ USAID Fund: কাউকে জেতাতে ভারতের নির্বাচনে টাকা দিয়েছিল বাইডেনের আমেরিকা! সিঁদুরে মেঘ দেখছে মোদী সরকার

জানা গিয়েছে, আহ্বায়ক, সদস্যসচিব, মুখপাত্র এবং মুখ্য সংগঠক ছাড়াও এই দলে ‘সমঝোতার’ ভিত্তিতে নতুন দুটি পদ সৃষ্টি করা হবে। যথাক্রমে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব। এখনও পর্যন্ত যা খবর তাতে গত জুলাইয়ে গণ অভ্যুত্থানে প্রথম সারির ছাত্রনেতারাই নতুন দলের (Bangladesh New Party) শীর্ষ পদগুলিতে থাকছেন। আহ্বায়ক পদে নাহিদ ইসলামের থাকা নিয়ে কোন সংশয় নেই। অন্যদিকে সদস্যসচিব পদে সমঝোতার ভিত্তিতে জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব। আখতার হোসেনের নাম প্রায় চূড়ান্ত।

এছাড়া মুখ্য সংগঠক ও মুখপাত্রের পদে আসতে পারেন সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ। জাতীয় নাগরিক কমিটিতে থাকা ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আলি আহসান জুনায়েদ জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদের জন্য বিবেচনায় রয়েছেন। আর জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদে দেখা যেতে পারে জাতীয় নাগরিক কমিটির বর্তমান আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে। এই নয়া রাজনৈতিক দল (Bangladesh New Party) খুব সম্ভবত আগামী ২৬ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করতে পারে। সেইসঙ্গে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে দলের আনুষ্ঠানিক ঘোষণা করা হতে পারে বলে খবর। যদিও সেদিন বড় পরিসরে জমায়েত করার পরিকল্পনা এখন পর্যন্ত করেনি কর্তৃপক্ষ।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

নতুন এই দল গঠনে নেতৃত্ব দিচ্ছে জাতীয় নাগরিক কমিটি (National Citizen’s Committee)। এদিকে আরো যা জানা যাচ্ছে তা হল, ৬টি শীর্ষ পদের বাইরেও গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, তাসনিম জারা, আরিফুল ইসলাম আদীব, অনিক রায়, মাহবুব আলম এবং অলিক মৃ। পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদকেও নয়া রাজনৈতিক দলের কোনো একটি গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে।