Train Cancellation: ট্রেন চলাচলে বড় পরিবর্তন,বাতিল ট্রেনের তালিকা জানুন

দেশ

নিউজ পোল ব্যুরো: মহাকুম্ভ মেলা (Kumbh Mela) উপলক্ষে ট্রেনগুলিতে ব্যাপক ভিড় জমেছে এবং কিছু ট্রেনে ভাঙচুরের (train vandalism) ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতি মোকাবিলায় পূর্ব রেল (Eastern Railways) অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ট্রেন চলাচল নিয়ন্ত্রণের (train movement control) সিদ্ধান্ত গ্রহণ করেছে। কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তি (notification) প্রকাশ করে জানিয়েছে, মহাকুম্ভ মেলা উপলক্ষে ট্রেন কলাচল নিয়ন্ত্রণ করা হবে এবং কিছু ট্রেন বাতিল করা হয়েছে (train cancellations)। পাশাপাশি দূরপাল্লার ট্রেনের সময়সূচিতেও পরিবর্তন (long-distance train schedule) আনা হয়েছে।

বাতিল ট্রেনগুলির তালিকা (Canceled Trains List):
১. ১২৩১২ কালকা-হাওড়া নেতাজি এক্সপ্রেস (Kalka-Hooghly Netaji Express), ২২ ফেব্রুয়ারি-২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ট্রেন বাতিল।
২. ১২৩১১ হাওড়া-কালকা নেতাজি এক্সপ্রেস (Howrah-Kalka Netaji Express), ২২ ফেব্রুয়ারি-২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ট্রেন বাতিল।
৩. ১২৩৬৭ ভাগলপুর-আনন্দ বিহার এক্সপ্রেস (Bhagalpur-Anand Vihar Express), ২২ ফেব্রুয়ারি -২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ট্রেন বাতিল।
৪. ১২৩৬৮ আনন্দ বিহার-ভাগলপুর এক্সপ্রেস (Anand Vihar-Bhagalpur Express), ২২ ফেব্রুয়ারি-২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ট্রেন বাতিল।
৫. ২২৩০৮ বিকানের-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস (Bikaner-Howrah Superfast Express), ২২, ২৩ ও ২৬ ফেব্রুয়ারি বাতিল।
৬. ১২৩০৮ যোধপুর-হাওড়া এক্সপ্রেস (Jodhpur-Howrah Express), ২৪ ও ২৫ ফেব্রুয়ারি বাতিল।
৭. ১২৩০৭ হাওড়া-যোধপুর এক্সপ্রেস (Howrah-Jodhpur Express), ২২, ২৩, ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বাতিল।
৮. ২২৩০৭ হাওড়া-বিকানের সুপারফাস্ট এক্সপ্রেস (Howrah-Bikaner Superfast Express), ২৪ ফেব্রুয়ারি বাতিল।
৯. ১২১৭৬ গ্বালিয়র-হাওড়া চম্বল এক্সপ্রেস (Gwalior-Howrah Chambal Express), ২২ ও ২৫ ফেব্রুয়ারি বাতিল।
১০. ১২১৭৫ হাওড়া-গ্বালিয়র চম্বল এক্সপ্রেস (Howrah-Gwalior Chambal Express), ২৩ ও ২৬ ফেব্রুয়ারি বাতিল।
১১. ২২৯১১ ইন্দোর-হাওড়া শিপ্রা এক্সপ্রেস (Indore-Howrah Shipra Express), ২২ ও ২৫ ফেব্রুয়ারি বাতিল।
১২. ২২৯১২ হাওড়া-ইন্দোর শিপ্রা এক্সপ্রেস (Howrah-Indore Shipra Express), ২২, ২৪ ও ২৭ ফেব্রুয়ারি বাতিল।
১৩. ১২১৭৮ মথুরা-হাওড়া এক্সপ্রেস (Mathura-Howrah Express), ২৪ ফেব্রুয়ারি বাতিল।
১৪. ১২৩৪৮ গড্ডা-নয়াদিল্লি এক্সপ্রেস (Godda-New Delhi Express), ২৪ ফেব্রুয়ারি বাতিল।

বিকল্প রুটে পরিচালিত ট্রেন (Trains Running on Alternative Routes):
১৫৬৫৭ দিল্লি-কামাখ্যা ব্রহ্মপুত্র মেল,২২ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত
গাজিয়াবাদ-মোরাদাবাদ-লখনউ-পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় রুটে চলবে।

দূরপাল্লার ট্রেনের সময়সূচিতে পরিবর্তন (Long-Distance Train Schedule Changes):
০১৯০৪ কলকাতা-আগ্রা ক্যান্ট কুম্ভ মেলা স্পেশাল ট্রেন,২২ ফেব্রুয়ারি কলকাতা থেকে সকাল ৫ তার পরিবর্তে বিকেল ৪.১০ মিনিটে ছাড়বে।
১২৯৮৭ শিয়ালদা-আজমের এক্সপ্রেস,২১ ফেব্রুয়ারি রাট ১০.৫৫ মিনিটের পরিবর্তে ২২ ফেব্রুয়ারি দুপুর ১ টায় শিয়ালদা থেকে যাত্রা শুরু করবে।