IND Vs PAK: চিরশত্রুদের হারাতেই হবে, ভারতের জয় কামনায় যজ্ঞ বিধান নগরে

ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল স্পোর্টস ব্যুরো: রবিবার দুবাইয়ে ভারত-পাকিস্তান (IND Vs PAK) মহারণ। চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে মুখোমুখি হতে চলেছে দুই দল। আর এই ম্যাচে টক্করটা যে কাঁটায় কাঁটায় হবে তা কি আর বলার অপেক্ষা রাখে? তাই রোহিত শর্মার দলের জিততে যাতে কোনো সমস্যা না হয়, সেই উদ্দেশ্যে শনিবার তারা মায়ের পুজো করা হল বিধান নগরে।

আরও পড়ুনঃ IND VS PAK: আহাঃ চ্যাম্পিয়ন্স ট্রফিটাই যদি বিশ্বকাপ হত…

বিধাননগরের ৩৫ নম্বর ওয়ার্ডের ঘটনা। এই ওয়ার্ডের পুরপিতা জয়দেব নস্করের উদ্যোগে মা তারার পুজো করা হল শনিবার সন্ধ্যায়। পাশাপাশি ভারতের জয়ের কামনায় যজ্ঞও করা হয়। উদ্যোক্তারা যাকে বলছেন, শত্রু নিধন যজ্ঞ। অর্থাৎ ভারতের চিরশত্রু পাকিস্তান। আর তাকে এক ইঞ্চিও জমি নয়। মহাভারতে দুর্যোধন যেমন বলেছিলেন, “বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী…”

রবিবারের ম্যাচে (IND Vs PAK) মেন ইন ব্লু-ও চিরপ্রতিদ্বন্দ্বীদের ১ ইঞ্চি জমি ছাড়ছে না, সেটাই দেখতে চায় দেশবাসী। তাই এদিন সন্ধ্যায় তারা মায়ের পুজো করা হল বিধাননগরের ৩৫ নম্বর ওয়ার্ডে। হিন্দু শাস্ত্র অনুযায়ী, তারা মা হলেন দশমহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা। বীরভূমের তারাপীঠে যাঁর মন্দির সারা বিশ্বে প্রসিদ্ধ। হিন্দু ধর্মের সর্বোচ্চ দেবী শক্তির অন্যতম প্রধান একটি রূপ হলেন তারা মা।

তাই চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে ম্যাচের (IND Vs PAK) আগে দেশের জয় কামনায় শক্তির আরাধনা করা হল বিধান নগরের ৩৫ নম্বর ওয়ার্ডের বাইপাস সংলগ্ন অঞ্চলে। যেখানে রীতিমত নিয়ম মেনে পুরোহিত দিয়ে করা হল শত্রু নিধন যজ্ঞ। বিধাননগর পৌর নিগমের ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দেব নস্কর ছাড়াও এই পুজোয় অংশ নিয়েছেন স্থানীয় বাসিন্দা এবং মহিলারাও।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

তবে শত্রু নিধন যজ্ঞ হলেও পাকিস্তানকে হারানোই এই যজ্ঞ বা পুজোটির একমাত্র উদ্দেশ্য নয়। কাউন্সিলর জয়দেব নস্কর বলেন, “খেলার জায়গায় ওরা আমাদের শত্রু। তাই ওদেরকে ১ ইঞ্চিও জায়গা ছাড়া হবে না। আর কাল ভারত জিতছে এটা ১০০ শতাংশ নিশ্চিত।” অন্যদিকে পুজোর পুরোহিতের কথায়, “আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে। সেখানে ভারতের জয় কামনাই এই যজ্ঞ। পাকিস্তানকে তো হারাতেই হবে। তার পাশাপাশি ভারত যাতে চ্যাম্পিয়ন হয়, সেই উদ্দেশ্যেই এই পুজো করা হল।”