নিউজ পোল ব্যুরো: ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়েই বিদায়(WB Weather Update) নিয়েছে শীত। সাধারণত বসন্তের (Spring) আগে এমন গরম অনুভূত হয় না, তবে এবছর তার ব্যতিক্রম। হঠাৎ করেই তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছিল, অনেকটাই আগাম গ্রীষ্মের (Summer) মতো পরিস্থিতি তৈরি হয়েছিল রাজ্যে। তবে আবহাওয়া দপ্তরের (Weather Department) পূর্বাভাস মিলিয়ে গেল যথাযথভাবে—শুক্রবারের বৃষ্টি (Rainfall) ও বজ্রবিদ্যুৎ (Thunderstorm) এক ধাক্কায় নামিয়ে দিল তাপমাত্রা প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার বিকেলের পর থেকেই বদলেছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আবহাওয়া। শনিবার কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টিও হয়েছে।আবহাওয়া দপ্তর(WB Weather Update) সূত্রে জানা গিয়েছে, রবিবার বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া (Stormy Wind) ও শিলাবৃষ্টি (Hailstorm) হতে পারে বিভিন্ন জেলায়। ইতিমধ্যেই ১০টি জেলায় (Districts) কমলা সতর্কবার্তা (Orange Alert) জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শনিবার ও রবিবার দুই দিনই শিলাবৃষ্টি (Hailstorm) এবং প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে(WB Weather Update)। বিশেষত যেসব জেলায় ঝড়-বৃষ্টি প্রবল হতে পারে, সেগুলি হলো—হাওড়া (Howrah), হুগলি (Hooghly), নদিয়া (Nadia), উত্তর ২৪ পরগনা (North 24 Parganas), পূর্ব ও পশ্চিম বর্ধমান (East & West Bardhaman), বাঁকুড়া (Bankura), এবং পশ্চিম মেদিনীপুর (West Medinipur)। এইসব অঞ্চলে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে, তুলনামূলকভাবে কম বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগণা (South 24 Parganas), পূর্ব মেদিনীপুর (East Medinipur), মুর্শিদাবাদ (Murshidabad), ঝাড়গ্রাম (Jhargram), পুরুলিয়া (Purulia) ও বীরভূম (Birbhum) জেলায়। এই জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার গতি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার হতে পারে। উত্তরবঙ্গের (North Bengal Weather) দার্জিলিং (Darjeeling) ও কালিম্পং (Kalimpong) সহ বেশ কয়েকটি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ে তুষারপাত (Snowfall) হওয়ার সম্ভাবনাও রয়েছে।