Instagram: মেসেজ, মিউজিক! ইনস্টাগ্রামে নতুন যাত্রা শুরু

আন্তর্জাতিক দেশ লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো: বর্তমানে শুধু Z-ই নয়,বরং আট থেকে আশি সকলেই ইনস্টাগ্রাম (Instagram) ব্যবহার করেন। তাদের সুবিধার কথা চিন্তা করে,ইনস্টাগ্রাম (Instagram) প্রায়ই নতুন নতুন ফিচার (Feature) যুক্ত করে,যা ব্যবহারকারীদের চ্যাটিং (Chatting) অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করে তোলে। সম্প্রতি ইনস্টাগ্রাম (Instagram) তাদের ডিএম (Direct Message) সেকশনে বেশ কিছু পরিবর্তন এনেছে,যার মাধ্যমে চ্যাটিং (Chatting) আরও সহজ এবং রোমাঞ্চকর হয়ে উঠবে।

একটি অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার (Instagram Feature)হল ‘মেসেজ ট্রান্সলেশন’।যদি আপনি এমন একজনের সঙ্গে কথা বলেন,যিনি একটি আলাদা ভাষায় কথা বলেন,তবে ভাষা সমাধান করতে ইনস্টাগ্রাম এখন আপনাকে যেকোনো মেসেজকে (Message) মুহূর্তের মধ্যে ট্রান্সলেট (Translate) করার সুযোগ দিচ্ছে। যে চ্যাটটি (Chat) আপনি ট্রান্সলেট (Translate) করতে চান,সেটিকে ট্যাপ (Tap) করলেই ট্রান্সলেট (Translate) অপশনটি দেখতে পাবেন এবং একে ক্লিক করলেই আপনি সেই মেসেজের ট্রান্সলেটড (Translate) ভার্সন দেখতে পারবেন।

আরেকটি নতুন ফিচার হচ্ছে ‘মিউজিক স্টিকার’ (Music Sticker)। এখন আপনি ইনস্টাগ্রাম চ্যাটে (Instagram Chat) মিউজিক স্টিকার (Music Sticker) পাঠাতে পারবেন এবং সেটা আপনার পছন্দমতো গান দিয়ে সাজাতে পারবেন।পাঠানোর আগে আপনি ওই স্টিকারটি (Sticker) কীভাবে দেখব, তা দেখতে পারবেন,যা মেসেজের (Message) পরিবেশকে আরও আকর্ষণীয় করে তোলে।

শিডিউল মেসেজ (Schedule Message) ফিচারটি আপনাকে একটি নির্দিষ্ট সময়ে মেসেজ পাঠানোর সুবিধা দেবে। ধরুন,রাত কোনো বন্ধুকে মেসেজ (Message) করার কথা মনে পড়ল কিন্তু কাজের চাপে আপনি ভুলে যেতে পারেন। এখন আপনি ইনস্টাগ্রামে মেসেজ (Instagram Message) শিডিউল করে রাখতে পারবেন,যাতে আপনার নির্ধারিত সময়ে সেটা স্বয়ংক্রিয়ভাবে পাঠানো হয়।

পিনড চ্যাট (Pinned Chat) ফিচারটি হোয়াটসঅ্যাপে (WhatsApp) বহুদিন ধরে রয়েছে,আর এবার ইনস্টাগ্রামে এটি যোগ করা হয়েছে। এর মাধ্যমে আপনি আপনার গুরুত্বপূর্ণ চ্যাটগুলিকে (Chat) সহজে অ্যাক্সেস (Access) করতে পারবেন,কারণ আপনি একটি চ্যাট পিন (Chat pin) ধরে রাখতে পারবেন।

অপর একটি নতুন ফিচার হল কিউআর কোড (QR Code)। গ্রুপ চ্যাটে যোগ দিতে আপনি এখন কিউআর কোড (QR Code) ব্যবহার করতে পারবেন। আপনি এখন কিউআর কোড ব্যবহার করতে পারবেন। আপনি গ্রুপে প্রবেশ করে,গ্রুপের নামের উপর ট্যাপ করে ইনভাইট লিঙ্কে ক্লিক করলে,সেখানে কিউআর কোডের (QR Code) অপশন পাবেন। এই কোডটি শেয়ার করে আপনি সহজেই আপনার গ্রুপে অন্যদের আমন্ত্রণ জানাতে পারবেন।

এইসব নতুন ফিচারগুলো ইনস্টাগ্রামের চ্যাটিং অভিজ্ঞতাকে আরও সহজ এবং স্মার্ট করে তুলবে। প্রযুক্তির সাথে সমন্বয় রেখে,সামাজিক যোগাযোগের জগতে ইনস্টাগ্রাম নতুনভাবে নিজেদের উপস্থিতি তুলে ধরতে সক্ষম হয়েছে।