নিউজ পোল ব্যুরো: শিলিগুড়িতে (Siliguri News) প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো তেরাই হিমালয়ান ফেস্টিভাল (Terai Himalayan Festival) যা একটি নতুন উদ্যোগ হিসেবে স্থানীয় বাসিন্দাদের জন্য ছিল এক উল্লেখযোগ্য মুহূর্ত এই উৎসবটি আয়োজিত হয় দার্জিলিং জেলা প্রশাসন (Darjeeling News) শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ (Siliguri Metropolitan Police) এবং শিলিগুড়ি পৌর নিগমের যৌথ প্রচেষ্টায় রবিবার ২৩শে ফেব্রুয়ারি বেলা ১২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে এই ফেস্টিভাল (Siliguri Festival)।

শহরের বিভিন্ন প্রান্তে হোর্ডিং ও ফেস্টুনের মাধ্যমে উৎসবের প্রচার করা হয় এবং উৎসবের রুট ম্যাপ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ কর্তৃক প্রকাশিত হয়। উৎসবের মূল এলাকা, সেবক মোড় থেকে এয়ার ভিউ মোড় পর্যন্ত বিস্তৃত ছিল, যেখানে বিশেষভাবে সেবক মোড় থেকে এয়ার ভিউ মোড় পর্যন্ত রাস্তা বন্ধ রাখা হয়। তবে জরুরী পরিষেবার জন্য বিকল্প রাস্তা খোলা ছিল।

উদ্বোধনী অনুষ্ঠানে শিলিগুড়ির মেয়র গৌতম দেব (Gautam Deb), জিটিএ চেয়ারম্যান অনিত থাপা (Anit Thapa), দার্জিলিং জেলার জেলাশাসক প্রীতি গোয়েল (Preeti Goel)এবং শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকরসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই ফেস্টিভালের লক্ষ্য বাংলার বিভিন্ন সংস্কৃতিক ঐতিহ্যকে (Bengali Cultural Heritage) তুলে ধরা এবং স্থানীয় মানুষদের আনন্দ দেওয়া।

এদিন দুপুর থেকেই হিলকার্ট রোডে (Hillcart Road) উৎসবের জন্য ভিড় জমে ওঠে এবং উৎসবটি শহরের সবার মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

ফেস্টিভালের (Siliguri Festival) এক বিশেষ আকর্ষণ বিভিন্ন ধরনের খাবারের দোকান (Food Stalls)। যেখানে জেলার বিভিন্ন স্বাদ ও খাবারের সম্ভার ছিল। বিশিষ্ট ব্যক্তিরা খাবারের দোকান পরিদর্শন করেন এবং সেখানকার খাবার উপভোগ করেন। উৎসবে অংশগ্রহণকারী অনেকের মতে, এই ধরনের উৎসব ভবিষ্যতে আরো বড় আকারে এবং দীর্ঘসময়ের জন্য আয়োজিত হওয়া উচিত।
দার্জিলিং জেলাশাসক প্রীতি গোয়েল জানান, এই অনুষ্ঠানটি মূলত এই জেলার ড্রাইভার্স কালচারদের (Drivers Culture) নিয়ে সেলিব্রেট করা এবং এন্টারটেইনমেন্টের (Entertainment) সঙ্গে সঙ্গে সব ধরণের মানুষকে একসঙ্গে নিয়ে এই পুরো অনুষ্ঠানটিকে আনন্দময় করে তোলা।
এদিন শিলিগুড়ি মেয়র গৌতম দেব জানান, তেরাই হিমালয়ান ফেস্টিভ্যাল অর্থাৎ স্ট্রিট উৎসবে নানা রকম কালচার অ্যাকটিভিটিস সহ ড্রাইভার্স কালচার এবং সবাইকে আমন্ত্রণ করা হয়েছে। বিভিন্ন রকমের প্রোগ্রাম এখানে অনুষ্ঠিত হয়েছে। সুন্দর করে পুরো স্ট্রিট সাজানো হয়েছে। প্রোগ্রাম চলবে দুপুর ১২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত। সবাইকে অনেক শুভেচ্ছা।