নিউজ পোল ব্যুরো: আজ সোমবার ধনধান্য স্টেডিয়ামে পশ্চিমবঙ্গের সর্বস্তরের চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেখান থেকেই একগুচ্ছ ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। এদেইন বৈঠকের শুরুতেই মুখ্যমন্ত্রীর গলায় শোনা যায় আরজি করের প্রসঙ্গ। শুরুতেই তিলোত্তমার জন্য শোক জ্ঞাপন করে মুখ্যমন্ত্রী। সেই সঙ্গেই দোষীর শাস্তির দাবি করেন। একনজরে দেখে নিন আজ সোমবার ঠিক কী কী বললেন মুখ্যমন্ত্রী।
** সমস্ত ভাইদের দায়িত্ব দিলেন বোনদের রক্ষা করার
**রোগীদের সঙ্গে ভাল ব্যবহার করার পরামর্শ
**মানুষের কাছে আপনাদের গুরুত্ব অপরিসীম। সামাজিক মাধ্যমে ভাল কাজ প্রচার পায় না। খারাপ কাজ সহজেই দৃষ্টি আকর্ষণ করে।**জাল ওষুধ নিয়ে উদ্বেগ।
লোভ বেড়ে গেছে, ভাল কাজকেও খারাপ করে দিচ্ছে।** ডাক্তারদের রাজনীতির উর্ধ্বে উঠে কাজ করার আহ্বান।**রাজ্যে রোগীর সংখ্যা অনেক।
বাইরে থেকেও চিকিৎসা করাতে আসে।
**জেলা হাসপাতালকে রেফার করতে বারন করা হয়েছে।
**কোর্ট কেসের জন্য আটকে আছে স্বাস্থ্য দফতরে নিয়োগ।
**বাংলার যা আছে তাই অন্যেরা ধার নেয়। মেধা আছে বলেই নিচ্ছে।
**সিভিকরা নিজেরাও জানে না তাদের কাজ কি।
তাদের একাংশকে ট্রেনিং দিয়ে হোমগার্ড করার প্রস্তাব।
**কেন্দ্রের প্রতি আর্থিক বঞ্চনার অভিযোগ।
**কোনো ভিআইপির জন্য ট্রাফিক আটকাবেন না।
গলির মুখে ওয়াচ টাওয়ার করার নির্দেশ।
**প্রয়োজনে সাংসদ বিধায়করা টাকা দেবে।
**ডাক্তারদের জন্য খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করতে ২ লাখ টাকা বরাদ্দ করার নির্দেশ।
**ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্র্যাজুয়েট ও পোস্ট ডক্টরেট ট্রেনিদের জন্য ভাতা ১০ হাজার টাকা বাড়ানো হল।
**সর্বস্তরের রেসিডেন্ট ডাক্তারদের বেতন ১৫ হাজার বাড়ানো হল।
**মিনিমাম ৮ ঘণ্টা সরকারি পরিষেবা দিন। তারপর প্রাইভেটে ডাক্তারি পরিষেবা দিন। সরকারি পরিষেবা দেওয়ার সময় প্লিজ যাবেন না। সিনিয়র ডাক্তারদের প্রাইভেট রোগী দেখার পরিসীমা ২০ থেকে ৩০ কিমি করে দেওয়া হল।
** সিনিয়র রেসিডেন্ট থেকে পোস্ট গ্রাজুয়েট পর্যন্ত স্যালারি বাড়ছে। ৮০-১ লাখ।
**মেদিনীপুর হাসপাতালের সাসপেন্ড হওয়া জুনিয়র ডাক্তারদের সাস্পেনশন প্রত্যাহার
**আমাদের সরকার রাজনীতির উর্ধ্বে উঠে ডাক্তারদের সম্মান করে।
**চিকিৎসকদের বিদেশে না যাওয়ার অনুরোধ।
**প্রিন্সিপাল সুপারদের সতর্ক থাকার বার্তা।
**মর্যাদা কারও ক্ষুন্ন হবে না। আমরা চাই গর্বের বাংলা গর্বের বিশ্ববাংলায় পরিণত হোক।