Mamata Banerjee: আর জি কর অতীত! ২৬ বিধানসভার আগে ডাক্তারদের বেতন বাড়িয়ে মাস্টার স্ট্রোক মমতার

রাজনীতি রাজ্য শহর স্বাস্থ্য

বিশ্বদীপ ব্যানার্জি: কিছুদিন আগে ঘোষিত হওয়া রাজ্য বাজেট নিয়ে আশায় বুক বেঁধেছিল আপামর জনসাধারণ।‌ কিন্তু সেই বাজেটে জনমুখী প্রকল্প নিয়ে বড় কোনো ঘোষণা ছিল না রাজ্য সরকারের তরফে। যা নিয়ে নেহাত কম কানাঘুষো হয়নি রাজ্যের আনাচে কানাচে।‌ সেই রেশ কাটতে না কাটতেই সোমবার ইন্টার্ন থেকে শুরু করে পোস্ট ডক্টরেট ট্রেনি পর্যন্ত সমস্ত স্তরের চিকিৎসকের বেতন বৃদ্ধির (Doctors Salary) ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গত বছর আর জি কর কাণ্ডের পর যা এক মাস্টার স্ট্রোক বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

আরও পড়ুনঃ Birbhum News: বোমাবাজির আতঙ্ক! কঙ্কালীতলা উপপ্রধানকে ২৪ ঘণ্টার নিরাপত্তা

এদিন কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত হয়েছিল ডক্টর’স কনভেনশন। সেখানেই এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তিনি জানান, সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকদের বেতন বাড়ছে ১৫ হাজার টাকা করে। অন্যদিকে ইন্টার্ন, হাউজ স্টাফ এবং পোস্ট ডক্টরেটদের বেতন বৃদ্ধি পাচ্ছে ১০ হাজার টাকা করে। আগামী বছর বিধানসভা নির্বাচন। তার আগে এই সিদ্ধান্ত যে শাসক দলের পালে অনেকটাই হাওয়া দিতে পারে তা আর বলার অপেক্ষা রাখে না।

আর জি কর কাণ্ডে শুধু চিকিৎসকরাই নন, উত্তাল হয়েছিল গোটা বাংলা। প্রশাসনের বিরুদ্ধে পথে নামে সাধারণ মানুষ।‌ এ কথা অস্বীকার করার কোনো উপায়ই নেই যে আর জি করের ঘটনা রীতিমত ব্যাকফুটে ফেলে দিয়েছিল রাজ্যের শাসক দলকে। মমতার (Mamata Banerjee)। সঙ্গে জুনিয়র ডাক্তারদের মিটিং বারবার ভেস্তে যাওয়া সামগ্রিক পরিস্থিতিকে জটিল থেকে জটিলতর করে তোলে। এবারে সেই চিকিৎসকদেরই বেতন বৃদ্ধির ঘোষণা করে মুখ্যমন্ত্রী যেন বুঝিয়ে দিলেন, ওস্তাদের মার শেষ রাতে।

বিধানসভা নির্বাচনের বাকি আর মাত্র এক বছর। তার আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট ঘোষণা হয়ে গিয়েছে। এবারে প্রশ্ন উঠতেই পারে যে, ডাক্তারদের বেতন নিয়ে মুখ্যমন্ত্রী এই মাস্টারস্ট্রোকটা দেবেন বলেই কি বাজেটে কোনো জনমুখী প্রকল্পের ঘোষণা ছিল না? উত্তর হিসেবে যাই বলা যাক কেন, বিধানসভা নির্বাচনের আগে চিকিৎসকদের বেতন বৃদ্ধি যে আসলেই একটি দুর্দান্ত মুন্সিয়ানার পরিচয় সে বিষয়ে দ্বিমত নেই বিশ্লেষকদের।‌

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

উল্লেখ্য, শুধু বেতন বৃদ্ধিই নয়। চিকিৎসকদের বেসরকারি প্রতিষ্ঠানে রোগি দেখার ক্ষেত্রেও একটি বড় ছাড় দিচ্ছে রাজ্য। সরকারি হাসপাতালে ন্যূনতম ৮ ঘন্টা কাজ করার পর চিকিৎসকরা বেসরকারি হাসপাতালে রোগী দেখতে পারেন। তবে সেক্ষেত্রে হাসপাতাল চত্বর থেকে ২০ কিলোমিটারের বাইরে যেতে পারতেন না ডাক্তাররা। তবে এদিন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। ঘোষণা করেন, এই সীমা আরো ১০ কিলোমিটার বাড়িয়ে ৩০ কিলোমিটার করা হবে। সব মিলিয়ে দেখতে গেলে এদিনের সম্মেলন থেকে চিকিৎসকদের প্রাপ্তির ভাঁড়ার কানায় কানায় পূর্ণ। যার ফলশ্রুতি দেখা যেতেই পারে আসন্ন বিধানসভা নির্বাচনে।