নিউজ পোল ব্যুরো: তিনি কংগ্রেসের দাপুটে নেতা। মোদী সরকারের বিরোধীতা করতে তিনি সিদ্ধহস্ত। কথা হচ্ছে কংগ্রেস সাংসদ(congress MP) শশী থারুরকে(Shashi Tharoor) নিয়ে। সেই কংগ্রেস নেতার মন্তব্যে এখন শোরগোল রাজনৈতিক মহলে। থারুরে মন্তব্যে উস্কেছে দলবদলের জল্পনা। একের পর এক নির্বাচনে কংগ্রেসর ভরাডুবি তার মধ্যেই সাংসদ শশী থারুরের মন্তব্যে তুঙ্গে চর্চা। জানেন ঠিক কি বলেছেন কংগ্রেস নেতা।
যদি কংগ্রেস শশী থারুরের কাজ পছন্দ না করে তাহলে তার আরও কিছু করার আছে। কেরলের প্রতিদ্বন্দ্বী বাম সরকারের প্রশংসা নিয়ে চলমান বিতর্কের মধ্যে এই বার্তাটি দলের হাইকমান্ডকে পাঠিয়েছেন তিনি। কেরলের তিরুঅনন্তপুরমের সাংসদ শশী তারুর জানিয়েছেন তিনি কংগ্রেসের হয়ে কাজ করতে সর্বদাই প্রস্তুত কিন্তু কংগ্রেস যদি না চায় তাহলে তাঁর জন্য অন্য রাস্তা খোলা আছে। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কংগ্রেস সাংসদ বলেছেন, “আমার মধ্যে রাজনৈতিক সঙ্কীর্ণতা নেই। আমি সব সময়েই দলের জন্য কাজ করতে তৈরি। কিন্তু দল আমাকে না চাইলে বিকল্প খোলা রয়েছে।” তাঁর কথায়, “কেরল কংগ্রেসে নেতার অভাব রয়েছে। কেরলে জনভিত্তি না বাড়ালে কংগ্রেসকে ফের বিরোধী আসনে বসতে হবে।” নিজের দলকে নিয়ে এহেন মন্তব্যে স্বাভাবিক ভাবেই এই প্রশ্ন উঠছে যে তাহলে কি এবার কংগ্রেস ছাড়বেন । তবে তিনি অবশ্য জানিয়েছেন দলবদলের কোনও পরিকল্পনা তাঁর নেই।
উল্লেখ্য, থারুর বেশ কিছুদিন ধরেই রয়েছেন চর্চার কেন্দ্রে। সম্প্রতি আমেরিকায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠকের প্রশংসা করেছিলেন কংগ্রেসের এই নেতা। তবে শুধু মোদী নন কেরলে শিল্পোদ্যোগের প্রসারে উদ্যোগী হওয়ায় সে রাজ্যের বাম সরকারের প্রশংসা করেছেন। জা নিয়েই ওঠে কংগ্রেসের অন্দরে ঝড়। এমনকি দলের নেতারাও থারুরের সমালোচনা করেন। তবে তাঁর মন্তব্যের পক্ষে যুক্তি দিয়ে তিনি পডকাস্টে বলেছেন যে রাজ্যের উন্নয়নের বিষয়ে জনগণ তার মত প্রকাশের অধিকারকে সমর্থন করেছে।