Donald Trump: ট্রাম্পের নতুন নির্দেশ! বিদেশী সরকারের ওপর পাল্টা আঘাত

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: কোনো বিদেশী সরকার যদি মার্কিন সংস্থাগুলির ওপর অতিরিক্ত কর চাপায়,তবে আমেরিকা সেই দেশের বিরুদ্ধে পাল্টা কর আরোপ করবে। হোয়াইট হাউসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তিনি এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন এবং আজকের মধ্যেই করের পরিমাণ ঘোষিত হতে পারে বলে জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের দাবি,বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির কাছ থেকে বিশেষভাবে ‘ডিজিটাল সার্ভিস ট্যাক্স’ (Digital Services Tax) সংগ্রহ করা হয়। এছাড়া বিভিন্ন দেশের সরকার মাঝে মাঝে অযৌক্তিক জরিমানা (unjust fines),ভিন্ন নিয়মের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায়ের চেষ্টা করে থাকে। ট্র্যাম্প (Donald Trump) জানিয়েছেন,এই ধরণের বৈষম্য (discrimination) আর বরদাস্ত করা হবে না।

হোয়াইট হাউসের (White House) এক কর্মকর্তা ট্র্যাম্পের (Donald Trump) বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন,আমেরিকান সংস্থাগুলির কাছ থেকে অতিরিক্ত কর আদায় করে অন্য দেশ যেন লাভবান না হয়,তা নিশ্চিত করতে চান প্রেসিডেন্ট। ট্রাম্প প্রশাসন (Donald Trump) আরও জানিয়েছেন,আমেরিকান সংস্থার (American companies) ওপর কর আদায়ের অধিকার শুধুমাত্র মার্কিন সরকারকেই থাকা উচিত,অন্য কোনো দেশের সরকারকে নয়। ট্র্যাম্পের সই করা নতুন কাগজপত্রে নির্দেশনা দেওয়া হয়েছে,কোন কোন দেশে আমেরিকান সংস্থাগুলি বৈষম্যের শিকার (discriminatory treatment),তা চিহ্নিত করতে হবে।

ডোনাল্ড ট্র্যাম্প (Donald Trump) প্রথমবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এই ধরণের তদন্ত শুরু করেছিলেন এবং এখন তা পুনরায় চালু হচ্ছে। ডিজিটাল কর (digital tax) বিষয়ে ট্রাম্প (Donald Trump) কানাডা এবং ফ্রান্সের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছিলেন। তিনি বলেন,এসব দেশে শুধুমাত্র আমেরিকিয়ান সংস্থাগুলির ওপর অতিরিক্ত কর চাপানো হয়। কানাডা ও ফ্রান্সে প্রতি বছর আমেরিকান সংস্থাগুলির কাছ থেকে মত ৫০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৪ হাজার ৩০০ কোটি টাকা) কর আদায় করা হয়। ট্র্যাম্পের মতে, এই ধরণের পাল্টা পদক্ষেপে (countermeasures) বিশ্বের বাণিজ্যিক পরিবেশে ভারসাম্য ফিরে আসে।