নিউজ পোল ব্যুরো: সোমবার চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজি করের ঘটনার পর এত জন চিকিৎসকদের নিয়ে এই প্রথম বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই বৈঠক থেকেই চিকিৎসকদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছেন। এতেই চিকিৎসকদের মুখে চওড়া হাসি ফুটেছে। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনা মমতার বড় এক মাস্টার স্ট্রোক বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। এমনকি এই নিয়েই এবার মুখ খুললেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। যা নিয়ে এবার শুরু হয়েছে বিতর্ক।
মমতার ঘোষণা নিয়ে এদিন দিলীপ ঘোষ বলেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করতে পারেন না মানুষদের ঘুষ দেওয়া ছাড়া। তিনি ভাবেন তাঁর রাজনীতিতে ডাক্তারদের বেতন বাড়িয়ে দিলে ডাক্তাররা চুপ হয়ে থাকবে। আন্দোলন না করার জন্য ডাক্তারদের ঘুষ দেওয়া হয়েছে।’ অর্থাৎ দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চিকিৎসকদের ঘুষ দেওয়ার । বিজেপি নেতার এই মন্তব্যেকে ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। এখনেই শেষ নয়, মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার এগরায় চা চক্রে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি রাজ্য বিজেপি নেতা বলেন, ‘মুখ্যমন্ত্রী ভাবেন, ডাক্তারদের বেতন বাড়িয়ে দিলে ডাক্তাররা চুপ হয়ে থাকবে। কিন্তু আমার মনে হয় ডাক্তাররা চুপ হয়ে থাকবেন না। বাংলার দশ কোটি লোক চিকিৎসকদের দিকে তাকিয়ে আছেন। আন্দোলন চলবে এবং ইনকোয়ারি চালানোর দরকার।’
এই প্রসঙ্গে উল্লেখ্য, সোমবার মুখ্যমন্ত্রী ইন্টার্ন, পিজিটি, হাউস স্টাফদের ভাতা বৃদ্ধি করেন ১০ হাজার টাকা এবং সিনিয়র রেসিডেন্টদের বেতন ১৫ হাজার বৃদ্ধির কথা ঘোষণা করেন। নতুন কাঠামো অনুযায়ী বেতন বৃদ্ধির ফলে এবার থেকে ইন্টার্নরা পাবেন ৪২ হাজার টাকা, হাউসস্টাফরা পাবেন ৫৯ হাজার টাকা, পিজিটি প্রায় ৬৫ হাজার টাকা পাবেন। ডিএনবি পাবে মাসিক ৬৭ হাজার টাকা। পিডিটি যাঁরা তাঁরা পাবেন প্রায় ৭৬ হাজার টাকা, এসআর (নন–বন্ডেড) যাঁরা তাঁরা পাবেন ৮৪ হাজার টাকা, এসআর (বন্ডেড) যাঁরা তাঁরা মাসিক বেতন পাবেন প্রায় ৯০ হাজার টাকা। অন্যদিকে সুপার স্পেশালিটি এসআর পাবেন ১ লক্ষ টাকা। তবে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর চিকিৎসকরা জানিয়েছেন এই বেতন বৃদ্ধির সঙ্গে আন্দোলনের কোনও যোগ নেই। তবে ২০২৬-এর ভোটের আগে দিলীপ ঘোষ (Dilip Ghosh) কেন এই ঘুষ প্রসঙ্গ টানলেন তা নিয়ে শুরু হয়েছে চুল চেরা বিশ্লেষণ।