Jadavpur University: ফেস্টের জন্য কঠোর নিয়ম,জেনে নিন নিয়মাবলী

শিক্ষা

নিউজ পোল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) এবার ফেস্ট তথা সাংস্কৃতিক উৎসবের (Cultural festival) জন্য নতুন শৃঙ্খলা বিধি (Disciplinary Rules) জারি করার প্রস্তাব এসেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শৃঙ্খলা রক্ষায় একগুচ্ছ নতুন নিয়ম (New Rules) প্রণয়ন করেছে, যা এই উৎসবের আয়োজনের ক্ষেত্রে অবশ্যই পালন করতে হবে। এসব নিয়মের মধ্যে থাকবে-

১.বোর্ড পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ফেস্টের আয়োজন করা যাবে না
২.শব্দের স্তর (Sound level) নিয়ন্ত্রণে রাখতে হবে।
৩. রাত দশটার পর কোন অনুষ্ঠান আয়োজন (Arrangement) করা যাবে না।
৪. দর্শকদের সংখ্যা এবং উপস্থিতি সুষ্ঠু ও নিরাপদ (Fair and safe) ভাবে পরিচালনা করতে হবে।
৫. উৎসবের শালীনতা (Decency) বজায় রাখতে হবে।
৬. ফেস্ট (College Fest) আয়োজনের জন্য শিক্ষার্থীদের এই সমস্ত নিয়ম মেনে চলতে হবে।

গত বছরের উৎসবে অতিরিক্ত শব্দের কারণে, যাদবপুর থানায় একটি অভিযোগ জমা পড়েছিল। ওই সময় কোয়ার্টার এলাকার বসবাসকারী মানুষের অসুবিধা সৃষ্টি হয়েছিল, যা এবার এড়াতে চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ (University Authorities)। এজন্য এবার আয়োজনের সময় কঠোর নিয়মাবলী অনুসরণের (Follow) প্রস্তাব রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের তরফে শিক্ষার্থীদের সামনে এই নতুন শৃঙ্খলা বিধি পেশ করা হবে যাতে সুষ্ঠু এবং নিয়মতান্ত্রিকভাবে ফেস্টের আয়োজন করা হয়।