Murder: প্রেমিকা সহ বাড়ির ৬ জনকে খুন, থানায় আত্মসমর্পণ যুবকের

অপরাধ দেশ

নিউজ পোল ব্যুরো: মঙ্গলবার খাস কলকাতায় ঘটে গিয়েছে ভয়ঙ্কর এক ঘটনা। গঙ্গার ঘাট থেকে উদ্ধার হয়েছে এক মহিলার মুণ্ডুহীন ৪ টুকরো দেহ। সেই ঘটনাকে ঘিরে উত্তাপের মধ্যেই আর এক ভয়ানক ঘটনা সামনে এসেছে। সোমবার কেরলের(kerala) ভেঞ্জারামুডুর কাছে এক ২৩ বছর বয়সী যুবক পুলিশের কাছে স্বীকারোক্তিতে জানিয়েছে, সে তার মা, ১৩ বছর বয়সী ভাই, ৮০ বছর বয়সী দিদা, মামা ও মামিকে এবং তাঁর প্রেমিকা বলে পরিচিত এক তরুণী সহ ৬ জনকে খুন(Murder) করেছে। যুবকের কথা শুনে রীতিমত হতবাক পুলিশ(Police)।

পুলিশ জানিয়েছে, আফান নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। আফানের আক্রমণে আক্রান্ত তাঁর মাকে গুরুতর অবস্থায় একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে দুজন তার নিকটাত্মীয় বলেই জানা গিয়েছে। কেরলের রাজধানীর কাছে ভেঞ্জারামুডু এলাকার তিনটি বাড়িতে এই গণহত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সোমবার সন্ধ্যায় ভেঞ্জারামুডু থানায় গিয়ে আফান স্বীকারোক্তি দেওয়ার পর ঘটনাটি প্রকাশ্যে আসে। আরও বিস্তারিত কিছু না জানিয়ে পুলিশ জানিয়েছে যে, তারা কী কারণে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তা তদন্ত করছে। বিষ খেয়েছেন বলে দাবি করার পর ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়। বিস্তারিত কিছু না জানিয়ে পুলিশ জানিয়েছে, কী কারণে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তা তারা তদন্ত করে দেখছে।

আরও পড়ুন: https://thenewspole.com/2025/02/25/a-chopped-body-of-a-woman-found-in-kolkata/

পুলিশ মৃতদের আফানের ভাই আহসান, দিদা সলমা বিবি, মামা লতিফ, মামি শিহাহা এবং প্রেমিকা ফারশানা নামে চিহ্নিত করেছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কি কারণে এই হত্যালীলা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পারিবারিক বিবাদের কারণে বাড়ির সদস্যদের খুন করলেও প্রেমিকাকে কেন খুন করল অভিযুক্ত তা নিয়ে দ্বন্দ্বে পুলিশ।