Kolkata Metro: মহাশিবরাত্রিতে কমবে মেট্রোর সংখ্যা, দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে ১৩ জোড়া কম মেট্রো

কলকাতা শহর

নিউজ পোল ব্যুরো: আগামী বুধবার, মহাশিবরাত্রি (Mahashivratri 2025) উপলক্ষে কলকাতা মেট্রো (Kolkata Metro) পরিষেবায় সাময়িক পরিবর্তন আনা হচ্ছে। দক্ষিণেশ্বর (Dakshineswar) – কবি সুভাষ (Kavi Subhash) মেট্রো রুটে (Metro Route) প্রতিদিনের তুলনায় কম মেট্রো চলবে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীসংখ্যা তুলনামূলক কম থাকবে বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অন্যান্য রুট যেমন এসপ্ল্যানেড-হাওড়া ময়দান (Esplanade – Howrah Maidan Metro), শিয়ালদহ-সেক্টর ফাইভ (Sealdah – Sector V Metro) এবং জোকা-তারাতলা (Joka – Taratala Metro) পরিষেবায় কোনও বদল আনা হয়নি।

সাধারণত দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে ২৬২টি মেট্রো ট্রেন (Metro Trains) চলে। কিন্তু মহাশিবরাত্রির (Shivratri Metro Services) দিন ১৩ জোড়া কম মেট্রো চলবে, অর্থাৎ ২৩৬টি মেট্রো চলবে (Metro Services Reduced)। এর ফলে দুটি মেট্রোর মাঝে অপেক্ষার সময় কিছুটা বেড়ে যেতে পারে, যার ফলে নিত্যযাত্রীদের (Daily Commuters) কিছুটা সমস্যার সম্মুখীন হতে হতে পারে। দিনের প্রথম মেট্রো (First Metro Timing) যথারীতি সকাল ৬:৫০ (6:50 AM) মিনিটে প্রান্তিক স্টেশন (Terminal Stations) থেকে ছাড়বে। একইভাবে, শেষ মেট্রো (Last Metro Timing) নির্ধারিত সময় অনুযায়ী রাতেই চলবে। বিশেষ করে রাত ১০:৪০ (10:40 PM Special Metro) মিনিটের স্পেশাল মেট্রো (Special Metro Service) আগের মতোই চলবে। অর্থাৎ, নৈশ পরিষেবায় (Night Metro Service) কোনও রকম পরিবর্তন করা হয়নি। শুধুমাত্র দক্ষিণেশ্বর-কবি সুভাষ (Dakshineswar – Kavi Subhash Metro Line) রুটেই এই সাময়িক পরিষেবা পরিবর্তন করা হয়েছে। তবে, ইস্ট-ওয়েস্ট মেট্রো (East-West Metro Line), এসপ্ল্যানেড-হাওড়া ময়দান (Esplanade – Howrah Maidan), শিয়ালদহ-সেক্টর ফাইভ (Sealdah – Sector V), জোকা-তারাতলা (Joka – Taratala Metro)-র মতো অন্যান্য মেট্রো করিডোরে (Metro Corridor) নিয়মমাফিক পরিষেবা চালু থাকবে।

যেহেতু মহাশিবরাত্রি (Maha Shivratri 2025)-তে বিভিন্ন সরকারি অফিস, স্কুল-কলেজ বন্ধ থাকে, তাই স্বাভাবিকভাবেই যাত্রীদের ভিড় কিছুটা কম থাকবে বলে অনুমান করা হচ্ছে। তবে যারা নিত্যযাত্রী (Daily Passengers), তাদের এই পরিবর্তনের জন্য কিছুটা সমস্যার সম্মুখীন হতে হতে পারে, বিশেষ করে পিক আওয়ার (Peak Hour Metro Timings)-এ। যাত্রীদের সুবিধার্থে কলকাতা মেট্রো (Kolkata Metro Rail) যথাসম্ভব পরিষেবা বজায় রাখার চেষ্টা করছে। যাত্রা সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পেতে যাত্রীরা কলকাতা মেট্রোর অফিসিয়াল ওয়েবসাইট (Kolkata Metro Official Website) বা হেল্পলাইন (Metro Helpline Number) নম্বরে যোগাযোগ করতে পারেন।