US Deportation: আমেরিকা থেকে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাচ্ছেন ট্রাম্প, কড়া পদক্ষেপ নিল পাঞ্জাব সরকার

আন্তর্জাতিক দেশ

নিউজ পোল ব্যুরো: দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসতেই একের পর এক বড় সিদ্ধান্ত নিতে শুরু করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ভারত এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু বলে সকলের সামনে তুলে ধরলেও এদেশের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিতে পিছপা হচ্ছেন না তিনি। এবারে মার্কিন রাষ্ট্রপতির আমেরিকা থেকে ভারতীয় অবৈধ অভিবাসীদের ফেরানোর বিষয়ে (US Deportation) আদা জল খেয়ে লাগা নিয়ে দিকে দিকে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুনঃ Opium Cultivation: অবৈধ আফিম চাষ রুখতে তৎপর পুলিশ, গোপন অভিযান মেখলিগঞ্জে

সবথেকে বড় কথা, আমেরিকা থেকে যেসমস্ত ভারতীয়কে এখনও পর্যন্ত দেশে ফেরত পাঠানো হয়েছে (US Deportation), তাদের বেশিরভাগই পাঞ্জাবের বাসিন্দা। জানা গিয়েছে, গত ৩ ফেব্রুয়ারি থেকে দফায় দফায় তাঁদের হাতে হাতকড়া পরিয়ে এবং কোমরে শিকল বেঁধে অমৃতসর বিমানবন্দরে পাঠানো হয়েছে। আর এতেই নড়েচড়ে বসেছে পাঞ্জাবের আপ সরকার। তাদের তরফেও নেওয়া হল এক কড়া পদক্ষেপ।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

জানা যাচ্ছে, ইতিমধ্যেই ৪০ জন ট্র্যাভেল এজেন্টকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি প্রথম দফায় ১০৪ জন ভারতীয় অভিবাসীকে বিমানে অমৃতসরে পাঠিয়েছিল ট্রাম্প প্রশাসন। এরপর ১৫ এবং ১৬ ফেব্রুয়ারি যথাক্রমে ১১৯ এবং ১১২ জনকে পাঠানো হয়। পাঞ্জাব পুলিশ সূত্রে খবর, মোট ২৭১টি ভুয়ো ট্রাভেল সংস্থার মাধ্যমে এইসমস্ত লোকজন আমেরিকায় গিয়েছিলেন। এর মধ্যে ৪০ জন ট্র্যাভেল এজেন্টকে নিষিদ্ধ করার পাশাপাশি বাকিদেরও নোটিশ পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে।