Jammu and Kashmir: উত্তপ্ত উপত্যকা, সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ জঙ্গিদের

breakingnews দেশ

নিউজ পোল ব্যুরো: নতুন করে উত্তাপ ছড়াল জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) জুড়ে। বুধবার জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার নিয়ন্ত্রণ রেখার কাছে সেনাবাহিনীর ট্রাককে লক্ষ্য করে গুলি ছুঁড়ল সন্ত্রাসবাদীরা(Terrorist Attack)। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাও।

জানা গিয়েছে, বুধবার জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার নিয়ন্ত্রণ রেখার একটি গ্রামে সন্দেহভাজন সন্ত্রাসবাদীরা সেনাবাহিনীর গাড়িতে লক্ষ্য করে গুলি চালায়। সুন্দরবানি সেক্টরের ফাল গ্রামের কাছে দুই পক্ষের গুলিবর্ষণে তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি । ধারণা করা হচ্ছে জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিরা ওই এলাকা দিয়ে যাওয়া সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। এই জঙ্গলকে জঙ্গিদের ঐতিহ্যবাহী অনুপ্রবেশের পথ হিসেবে বিবেচিত করা হয়। সেনা আধিকারিকরা জানিয়েছেন, জঙ্গিদের খুঁজে বের করার জন্য অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে।

আরও পড়ুনঃ https://thenewspole.com/2025/02/26/controversy-over-kmc-holiday-notice/

অন্যদিকে আজ বুধবারেই পাঞ্জাবের পাঠানকোটে আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করেছে এবং একজন অজ্ঞাত অনুপ্রবেশকারী নিহত হয়েছে। বিএসএফ জানিয়েছে, “বুধবার ভোরবেলা, আমাদের সেনারা পাঠানকোট সীমান্ত এলাকার বিওপি তাশপাটনে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে এবং একজন অনুপ্রবেশকারীকে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করতে দেখা যায়। সতর্ক সেনারা অনুপ্রবেশকারীকে চ্যালেঞ্জ জানায়, কিন্তু সে সতর্কতার তোয়াক্কা না করে এগিয়ে যেতে থাকে। নিরাপত্তার স্বার্থে গুলি চালায়” এই প্রসঙ্গে উল্লেখ্য, বিগত কয়েক মাসে জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) জুড়ে সন্ত্রাসবাদী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে একাধিক সংঘর্ষ হয়েছে। সেনার এই অভিযানে একাধিক জঙ্গি এবং তাদের কমান্ডারকে খতম করা হয়েছে। তবে তা সত্বেও পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা দিয়ে ভারতে অস্ত্র ও জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা অব্যহত রেখেছে।