Kolkata: কলকাতায় রাস্তা থেকে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

অপরাধ কলকাতা

নিউজ পোল ব্যুরো: ট্রলি রহস্যের ঘোর কাটতে না কাটটেই ফের উদ্ধার যুবকের দেহ (Body found in Kolkata) মঙ্গলবার আহিরীটোলা ঘাট থেকে উদ্ধার হয়েছে এক মহিলার কাটা দেহ। সেই নিয়ে উত্তাল তিলোত্তমা। আর এই আবহেই উদ্ধার এক যুবকের রক্তাক্ত দেহ। মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্ক এলাকায় রাস্তার উপর থেকে উদ্ধার এক যুবকের রক্তাক্ত দেহ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

খাস কলকাতায় (kolkata) পর পর এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। খুন নাকি আত্মহত্যা। মৃত্যুর নেপথ্যে কারন জানতে পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত প্রায় তিনটে নাগাদ টেকনিশিয়ান স্টুডিওর পাশের রাস্তায় এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এটাও জানা গিয়েছে যুবকের দেহের পাশে একটি হেলমেট ছিল। কোনও গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কিনা? হলে সেই গাড়িই বা কোথায় গেল? কিংবা কেউ খুন করে এইভাবে দেহ ফেলে রেখে গিয়েছে কিনা? সঙ্গে কে ছিল সব জানতেই তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুনঃ https://thenewspole.com/2025/02/26/wb-weather-update-rain-cools-down-south-bengal-but-heat-to-rise-soon/

পুলিশ জানিয়েছে মৃত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। মৃত যুবকের বাড়ি দক্ষিণ কলকাতার (kolkata) হরিদেবপুর এলাকায়। দেহ উদ্ধারের(Body found in Kolkata) পরেই মৃতের বাড়িতেও খবর পাঠানো হয়েছে। পুলিশ অনুমান করছে গাড়ি থেকে পড়েই মৃত্যু হতে পারে। কিন্তু তা সত্বেও চালক ঘটনা দেখেও যুবককে হাসপাতালে নিয়ে গেল না কেন, তা নিয়েও উঠছে প্রশ্ন। রিজেন্ট পার্ক থানার পুলিশ ঘটনা নিয়ে তদন্ত শুরু করে। অত রাতেই বা কোথায় জাচ্ছিলেন যুবক তাও খুঁজে বের করার চেষ্টা চলছে।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক:https://www.facebook.com/share/1EA79Afcw5/