Gold Price Rate: বিয়ের মরশুমে সোনায় বড় সেল! জেনে নিন আজকের দাম

কলকাতা দেশ ব্যবসা-বাণিজ্য

নিউজ পোল ব্যুরো: বিয়ের মরশুমে সোনার গহনা (Gold Price Rate) কেনার চাপ যেন একটু বেশিই থাকে। মধ্যবিত্তের (Middle Class) জন্য এই সময়টা যেন এক কঠিন পরীক্ষা, কারণ সোনার দাম (Gold Price Rate) কখনো ওপরে, কখনো নিচে ওঠানামা করতে থাকে। তবে ভালো খবর (Good News) হলো,ফেব্রুয়ারি (February) মাসের শেষের দিকে এসে সোনার দাম কমেছে অনেকটা। ফলে বিয়ের আয়োজন (Wedding) (arrangements)বা কোন বড় অনুষ্ঠান করতে যাচ্ছেন, তাদের জন্য আজ কেনাকাটা করার আদর্শ সময়ে এসে গেছে।

আরও পড়ুন:https://www.facebook.com/share/p/1XbzUUopip/

গোটা ফেব্রুয়ারি মাসটাই ছিল সোনার দাম ঊর্ধ্বমুখী (Upward)। এর ফলে, সোনার গহনা কেনার জন্য আগ্রহী অনেকেই একটু চিন্তিত ছিলেন। তবে মাসের শেষের দিকে এসে সোনার দাম এক ধাক্কায় কমে গিয়েছে। বিশেষ করে ২২ ক্যারেট সোনার দাম (Gold Price Rate) একদিনে ২ হাজার ৫০০ টাকা কমে এখন ৮ হাজার ৫০০ টাকা, এবং ১০ গ্রাম সোনার দাম এখন ৮০ হাজার ৫০০ টাকা এবং ১০০ গ্রাম সোনার দাম পড়ছে ৮ লক্ষ ৫ হাজার টাকা। একইভাবে ২৪ ক্যারেট সোনার দামও কমে ২ হাজার ৭০০ টাকা, ১ গ্রাম সোনার দাম ৮ হাজার ৭৮২ টাকা, ১০০ গ্রাম সোনার দাম ৮ লক্ষ ৭৮ হাজার ২০০ টাকা।

এছাড়া, ১৮ ক্যারেট সোনার দাম ও ২ হাজার টাকা কমেছে। বুধবার, ১৮ ক্যারেট সোনার ১ গ্রাম দাম ৬ হাজার ৫৮৭ টাকা। ১০ গ্রাম সোনার দাম হচ্ছে ৬৫ হাজার ৮৭০ টাকা, আর ১০০ গ্রাম সোনার দাম ৬ লক্ষ ৫৮ হাজার ৭০০ টাকা।

এদিকে সোনার সঙ্গে রুপোর (Silver) দামও কমেছে। ১০০ গ্রাম রুপোর দাম এখন ৯ হাজার ৮০০ টাকা এবং ১ কেজি রুপো কিনতে খরচ হবে ৯৮ হাজার টাকা। রুপোর দাম একদিনে ৩০০০ টাকা কমেছে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

সব মিলিয়ে সোনার দাম কমায় এখন সোনার গহনা কেনার জন্য সেরা সময় এসে গেছে। শিবরাত্রি (Shivaratri) কিংবা অন্য কোনো উৎসবে সোনার বা রুপোর গহনা কেনার পরিকল্পনা (Planning) থাকলে আজই কেনাকাটা (Shopping) করতে পারেন।

আরও পড়ুন:https://www.facebook.com/share/p/1JdJMiabaV/