Govinda’s Love Life: ৩৭ বছরের দাম্পত্যে ভাঙনের সুর? নতুন প্রেমের গুঞ্জনে আলোচনায় গোবিন্দ

বিনোদন

নিউজ পোল ব্যুরো: নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় অভিনেতা গোবিন্দ (Govinda), যিনি একসময়ে বলিউডের (Bollywood) ব্যস্ততম তারকাদের মধ্যে একজন ছিলেন। দেড়শোরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি এবং একই দিনে একাধিক সিনেমার (Movies) শুটিং করতেন। তবে রূপালী পর্দার মতোই তাঁর ব্যক্তিগত জীবনও কম রঙিন ছিল না। একাধিক নায়িকার সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন (Extramarital affair) বারবার শিরোনামে এসেছে। সাম্প্রতিক সময়ে আবারও শোনা যাচ্ছে, নতুন সম্পর্কে জড়িয়েছেন গোবিন্দ(Govinda’s Love Life), যা তাঁর ৩৭ বছরের দাম্পত্যে ভাঙনের ইঙ্গিত দিচ্ছে। স্ত্রী সুনীতা আহুজা (Sunita Ahuja) এবং গোবিন্দ বর্তমানে আলাদা থাকেন। সুনীতা জানিয়েছেন, তিনি দুই সন্তানকে নিয়ে মুম্বইয়ের (Mumbai) একটি ফ্ল্যাটে থাকেন, অন্যদিকে গোবিন্দ একা থাকেন নিজের বাংলোয় (Bungalow)।

গুঞ্জন রয়েছে, বয়সে অনেক ছোট এক মরাঠি (Marathi) অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন গোবিন্দ, যার জেরে তাঁদের বৈবাহিক জীবনে টানাপোড়েন শুরু হয়েছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা (Official Statement) আসেনি, তবে সুনীতার সাম্প্রতিক এক সাক্ষাৎকারে (Interview) বিষয়টি নিয়ে ইঙ্গিত মিলেছে। গোবিন্দ ও সুনীতার প্রেমকাহিনিও বেশ চর্চিত। ১৯৮৭ সালের মার্চ মাসে তাঁদের বিয়ে হয়(Govinda’s Love Life)। বলিউডে কাজ করার শুরুর দিকে, অন্তরঙ্গ দৃশ্যের (Intimate Scene) সময় গোবিন্দের আড়ষ্ট ভাব পরিচালকদের পছন্দ হত না। এক জন পরামর্শ দিয়েছিলেন যে, বাস্তব জীবনে প্রেম করলে অভিনয়েও স্বাচ্ছন্দ্য আসবে। সেই সময়ই সুনীতার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে গোবিন্দের।

গোবিন্দের মা প্রথম থেকেই সুনীতাকে পুত্রবধূ হিসেবে দেখতে চাইতেন। তবে শোনা যায়, গোবিন্দ তখন এক বলিউড অভিনেত্রীর প্রেমে পড়েছিলেন এবং তাই বিয়েতে আপত্তি ছিল তাঁর। তবে পরিবারের চাপে শেষমেশ সুনীতাকেই বিয়ে করেন তিনি। বলিউডের অন্দরমহলে (Film Industry) কান পাতলেই শোনা যাচ্ছে, যেকোনো মুহূর্তে বিচ্ছেদের (Divorce) আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। দীর্ঘদিন ধরে এক ছাদের নিচে থাকছেন না এই দম্পতি। তবে তাঁদের ভবিষ্যৎ সম্পর্কের(Govinda’s Love Life) পরিণতি কী হবে, তা সময়ই বলবে। এই মুহূর্তে গোবিন্দ ও সুনীতার দাম্পত্য জীবনের টানাপোড়েন বলিপাড়ার অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।