নিউজ পোল ব্যুরো: কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) ছুটির নোটিশ (KMC Holiday Notice) ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। বিতর্কের সূত্রপাত পুরসভার শিক্ষা বিভাগের একটি ছুটির নোটিশ ঘিরে । যে নোটিশে বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে একদিনের পরিবর্তে দুদিন ছুটি দেওয়া হয়েছে। সেই বিসয় নিয়েই এবার মুখ খুললেন বিজেপির(BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার(Sukanta Majumdar)
বিশ্বকর্মা পুজোর ছুটি কমানো প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, ” মমতা বন্দ্যোপাধ্যায়ে রাজত্বে পশ্চিমবঙ্গে ঈদ উল ফিতরের ছুটি বাড়বে বিশ্বকর্মা পুজোর ছুটি কমবে এটাই তো স্বাভাবিক। আগামী দিনে হয়ত দুর্গা পুজোর ছুটিও কমে যাবে, ঈদের ছুটি বাড়বে। মমতা বন্দ্যোপাধ্যায় তো খিলাফত শাসন ব্যবস্থা স্থাপন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। আমরা বেশি কিছু বললে উনি বিধানসভায় বলেন আমি কি মুসলিম লিগের নেত্রী নাকি । তো স্বাভাবিক ভাবে সবাই বুঝতে পারছে কি চলছে পশ্চিমবঙ্গে। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান হাত ফিরহাদ হাকিম সাহেব বলেছিলেন যে পশ্চিমবঙ্গে উর্দু ভাষীদের সঙ্খ্যা বাড়তে হবে, পশ্চিমবঙ্গে অন্যদেরকে দাওয়াত দিতে হবে ইসলামের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় সেই পথেই এগিয়ে জাচ্ছেন নতুন তো কিছু নয়।”
এবারের ঈদ উল ফিতর পড়েছে আগামী ৩১ মার্চ। সেই দিনটির পাশাপাশি এপ্রিল মাসের ১ তারিখও ছুটি ঘোষণা করা হয় নোটিশে (KMC Holiday Notice)। এদিকে বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করা হয়েছে। উল্লেখ্য, প্রতিবছরের মত এবারের বিশ্বকর্মা পুজোও ১৭ সেপ্টেম্বর। সেই নোটিশ-কান্ডে শোকজ করা হয়েছে কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের চিফ ম্যানেজার সিদ্ধার্থ শংকর ধারাকে। কেন ওই ধরণের নোটিশ জারি করা হয়েছে, অবিলম্বে তার কারণ দর্শাতে বলা হয়েছে তাঁকে। কলকাতা পৌরসভার শিক্ষা বিভাগের মেয়র পারিষদ সন্দীপন সাহা জানিয়েছেন এই নোটিশের কারণ জানার পর একটি কড়া পদক্ষেপ নেওয়া হবে এই বিষয়ে। তবে যাই হোক এই বিষয়কেই হাতিয়ার করেই ময়দানে নেমেছে বিরোধীরা।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/