নিউজ পোল ব্যুরো: মুখ্যমন্ত্রী এন বীরেন সিং-এর সাম্প্রতিক পদত্যাগের পর রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে উত্তর-পূর্বের রাজ্য মণিপুরে(Manipur)। কড়া নিরাপত্তার চাদরে রাখা হয়েছে রাজ্যকে। রাষ্ট্রপতি শাসন চলাকালীন এই আবহেই মণিপুর সফরে শীর্ষ সেনা কর্মকর্তা(Top Army official ) । জানা গিয়েছে ভারতীয় সেনাবাহিনীর সামরিক অভিযানের ডিরেক্টর জেনারেল (ডিজিএমও) লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই, সহিংসতা কবলিত রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে মণিপুর সফরে গিয়েছেন। বিশেষ করে ভারত-মিয়ানমার সীমান্তে।
দুই দিনের সফরে, লেফটেন্যান্ট জেনারেল ঘাই রাজ্যপাল অজয় কুমার ভাল্লা এবং রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা, মুখ্য সচিব এবং পুলিশের ডিরেক্টর জেনারেল সহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার সাথে দেখা করেছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, “ডিজিএমও ভারতীয় সেনাবাহিনীর অপারেশনাল প্রস্তুতির উপর দৃষ্টি নিবদ্ধ করেছেন, ভারত-মায়ানমার সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি এবং রাজ্যের বর্তমান নিরাপত্তা গতিশীলতার মূল্যায়ন করেছেন, যার মধ্যে প্রান্তিক এলাকাগুলিও রয়েছে।” একটি সরকারী বিবৃতিতে আরও বলা হয়েছে এই সফরে মনিপুরের জনগণের স্থিতিশীলতা এবং কল্যাণ বৃদ্ধির লক্ষ্যে কৌশলগত উদ্যোগ বাস্তবায়নে সামরিক ও রাজ্য কর্মকর্তাদের মধ্যে সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গির উপরও আলোকপাত করা হয়েছে।
আরও পড়ুন: https://thenewspole.com/2025/02/26/body-found-in-kolkata-body-of-young-man-recovered/
উল্লেখ্য, ২০২৩ সালের মে মাস থেকে মণিপুরে (Manipur) মেইতেই এবং কুকি দুই সম্প্রদায়ের মধ্যে মারাত্মক জাতিগত সহিংসতা ভয়াবহ রূপ নেয়। সেই ঘটনায় শতাধিক মানুষের মৃত্যু হয় এবং হাজার হাজার লোক বাস্তুচ্যুত হয়েছে।সেই ঘটনার পর থেকেই রাজ্য ও কেন্দ্রের বিজেপি নেতৃত্ব ব্যাপক চাপের মুখে পরে। সহিংসতা শুরু হওয়ার প্রায় দুই বছর পর, ৯ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী এন বীরেন সিং তাঁর পদ থেকে পদত্যাগ করেন। এবং ১৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি শাসন জারি করা হয়, যার অধীনে কেন্দ্রীয় সরকার সরাসরি রাজ্য শাসনের নিয়ন্ত্রণ নেয়।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/