নিউজ পোল ব্যুরো: রাজ্যে শিক্ষাক্ষেত্রে নিয়োগ নিয়ে কম ঝড় ওঠেনি। নিয়োগ দুর্নীতিতে জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষক নিয়োগ নিয়ে আদালতে চলছে মামলাও। আবহেই স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি জারি করে জানাল চতুর্থ দফায় কাউন্সেলিং-এর কথা। এসএসসি(SSC) ঘোষণা করল উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের(Upper primary Counselling) চতুর্থ দফার কাউন্সেলিং-এর দিন।
স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে উচ্চ প্রাথমিক (Upper primary Counselling) শিক্ষক নিয়োগের চতুর্থ দফার কাউন্সেলিং হবে ৬ মার্চ। কোন কোন স্কুল জন্য কাউন্সেলিং হবে তার তালিকা আগামী ২৭ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। এসএসসি সূত্রে জানা গিয়েছে চতুর্থ দফায় কাউন্সেলিং-এ ২৬১ জনকে ডাকা হবে। জার মধ্যে ৯,১৯৪ জন প্রার্থী সুপারিশপত্র গ্রহণ করেছেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভাল, মোট ১২০৬৮ জনকে গত তিন দফায় কাউন্সেলিং- এ ডাকা হয়েছিল। যার মধ্যে প্রথম দফার কাউন্সেলিংয়ে ৮৭৪৯ জনকে,দ্বিতীয় দফায় ২৫৯৫ জনকে ও তৃতীয় দফায় ৭২৪ জনকে ডাকা হয়েছিল। এখনও পর্যন্ত ১৮৯৮ জন অপেক্ষামাণ প্রার্থী রয়েছেন।
উল্লেখ্য, দীর্ঘ ৮ বছরের অপেক্ষা শেষে উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং(Upper primary Counselling) শুরু হয়েছে গত বছর ৩ অক্টোবর থেকে। উচ্চ প্রাথমিকে নিয়োগের দ্বিতীয় দফার কাউন্সেলিং চলেছিল গতবছর ১১ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত, গত বছর দুর্গাপুজোর আগে দু’টি পর্যায়ে কাউন্সেলিং-এর পর ১৮৬ জন নিয়োগপত্র হাতে পেয়েছিলেন। এই প্রসঙ্গে আরও জানিয়ে রাখা ভাল, গত বছরের আগস্ট মাসে বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ ১৪ হাজারের বেশি শূন্যপদে নিয়োগের জন্য নতুন মেধা তালিকা প্রকাশের নির্দেশ দেয় । আদালতের নির্দেশ ছিল চার সপ্তাহের মধ্যে মেধাতালিকা প্রকাশ করে কাউন্সেলিং করতে হবে। সেই অনুযায়ী প্রক্রিয়া শুরু করেছিল এসএসসি। এবার শুরু হবে চতুর্থ পর্যায়ের কাউন্সেলিং। বলার অপেক্ষা রাখে না যে, উচ্চ প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগ সংক্রান্ত জট আসতে আসতে কাটতে চলেছে।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/