Women Empowerment: কীভাবে মহিলাদের কর্মজীবন পরিবর্তিত হচ্ছে? দেখুন সাম্প্রতিক পরিসংখ্যান

দেশ

নিউজ পোল ব্যুরো: পাঁচ বছর পর মহিলাদের চাকরি বা রোজগারের (Earnings) ক্ষেত্রে কিছুটা পরিবর্তন (Women Empowerment) দেখা গেছে,তবে এই পরিবর্তনটি (Change) খুব বেশি চোখে পড়েনি। ২০১৯ সালে মাত্র ২২ শতাংশ মহিলা চাকরি (Jobs) বা রোজগারের সঙ্গে যুক্ত ছিলেন,যা ২০২৪ সালে কিছুটা বৃদ্ধি পেয়ে ২৫ শতাংশে পৌঁছেছে। তবুও,মহিলাদের অধিকাংশ সময়ই বাড়ির কাজকর্ম (Activities),সন্তান (Child) ও বৃদ্ধদের (Old man) দেখাশোনায় ব্যয় হয়ে যাচ্ছে।১৫ থেকে ৫৯ বছর বয়সী মহিলারা এখন গড়পড়তা ৩০৫ মিনিট বা ৫ ঘণ্টা সময় বাড়ির কাজে ব্যয় করেন, যা থেকে কোনো উপার্জন (Earnings) হয় না। পাঁচ বছর আগে এই সময় ছিল ৩১৫ মিনিট।

আরও পড়ুন:https://www.facebook.com/61568474920385/posts/pfbid02MmT2ujfF8EewQJR7oCt3cBhupSuW2bXBx4VyAiRxrZwWSmgDMSB2e8iTZ1FnQ6Pxl/

মহিলাদের কর্মক্ষেত্রে (Workplace) অংশগ্রহণ বাড়লেও, তারা এখনো পুরুষদের তুলনায় অনেক বেশি সময় সংসারের কাজ এবং পরিবারের (Family) সদস্যদের দেখাশোনায় ব্যয় করেন। ২০২৪ সালে পুরুষদের মধ্যে ৭৫ শতাংশ চাকরি বা রোজগারে যুক্ত ছিলেন, যা ২০১৯ সালে ছিল ৭০.৯ শতাংশ। মহিলাদের মধ্যে, চাকরি বা রোজগারের সঙ্গে যুক্ত থাকার হার ২১.৮ শতাংশ থেকে বেরিয়ে ২৫ শতাংশ হয়েছে।

তবে বাড়ির কাজকর্মে মহিলাদের সময় ব্যয় পুরুষদের তুলনায় অনেক বেশি। ৬ বছর বা তার বেশি বয়সী মহিলারা গড়পড়তা ২৮৯ মিনিট বাড়ির কাজকর্মে (Activities) সময় দেন, যেখানে পুরুষদের জন্য এই সময় মাত্র ৮৮মিনিট। একইভাবে, ১৫ থেকে ৫৯ বছর বয়সী মহিলারা গড়পড়তা ১৪০ মিনিট সময় দেন শিশু বা বৃদ্ধদের দেখাশোনায়, কিন্তু পুরুষরা এই কাজে গড়পড়তা ৭৪ মিনিট ব্যয় করেন।

রোজগারের ক্ষেত্রে পুরুষরা গড়পড়তা সাত ঘণ্টার বেশি সময় ব্যয় করেন। যেখানে মহিলারা মাত্র ৫ ঘন্টা ৪১ মিনিট সময় দিতে পারেন। তবে পড়াশোনায় (Study) কোনো উল্লেখযোগ্য পার্থক্য (Significant differences) দেখা যায়নি। কারণ ৬ থেকে ১৪ বছর বয়সে ৮৯.৩ শতাংশ ছেলে মেয়ে পড়াশোনা সঙ্গে যুক্ত এবং গড়পড়তা ৬ ঘন্টা ৫৩ মিনিট সময় পড়াশোনায় ব্যয় করে।

আরও পড়ুন: https://thenewspole.com/2025/02/26/us-immigration-gold-card-trump/