Youtuber Data Hack: প্রখ্যাত স্টক এনালিস্টের গোপন ডাটা চুরি, সাইবার অপরাধে বিধাননগর পুলিশের বড় সাফল্য

কলকাতা শহর

নিউজ পোল ব্যুরো: প্রখ্যাত ইউটিউবার(Youtuber Data Hack) এবং স্টক বিশ্লেষক (Stock Analyst) বসন্ত মহেশ্বরীর গোপন ডাটা (Sensitive Data) চুরি করে তা ব্যবহার করে তোলাবাজির (Extortion) অভিযোগে আহমেদাবাদ থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম (Cyber Crime) থানার পুলিশ। অভিযুক্তের নাম ভাট ভৌমিক বিপুল কুমার।

আরও পড়ুন:- https://thenewspole.com/2025/02/27/bidhannagar-cyber-crime-police-station-arrested-a-fraud-from-surat/

সল্টলেকের বাসিন্দা বসন্ত মহেশ্বরী পেশায় একজন স্টক এনালিস্ট (Stock Market Analyst)। তিনি অভিযোগ করেন যে, তার গুরুত্বপূর্ণ স্মল কেস ডাটাগুলি (Small Case Data) হ্যাক (Hacked) করে টেলিগ্রামের (Telegram) একটি ফেক (Fake) অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হচ্ছে। শুধু তাই নয়, এরপরই তাকে ফোন করে ব্ল্যাকমেল (Blackmail) করা হয় এবং সেই ডাটা ফেরত দেওয়ার(Youtuber Data Hack) জন্য মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। টাকা না দিলে তাকে হুমকি (Threat) দেওয়া হয়। বসন্ত মহেশ্বরীর অভিযোগের ভিত্তিতে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে উঠে আসে যে আহমেদাবাদ থেকে এই অপরাধ সংঘটিত করা হয়েছে। এরপরই বিশেষ অভিযানে আহমেদাবাদ পৌঁছে পুলিশের দল মূল অভিযুক্ত ভাট ভৌমিক বিপুল কুমারকে গ্রেফতার (Arrest) করে।

আরও পড়ুন:- https://thenewspole.com/2025/02/27/big-statement-of-the-minor-in-the-tangra-incident/

পুলিশ সূত্রের খবর, বিপুল কুমার বিভিন্ন মানুষের গোপন তথ্য (Confidential Data) হ্যাক করে সেই তথ্য ফাঁস (Leak) করার ভয় দেখিয়ে টাকা আদায় করত। এটি একপ্রকার সাইবার তোলাবাজি (Cyber Extortion)। তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের (Information Technology Act) বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে (Bidhannagar Court) পেশ করবে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে (Police Custody) নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায়, কারণ এই চক্রের(Youtuber Data Hack) সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

বর্তমানে সাইবার অপরাধ (Cyber Crime) ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ব্যক্তিগত তথ্য চুরি (Data Theft), ব্ল্যাকমেল, হ্যাকিং (Hacking) ইত্যাদির মাধ্যমে অপরাধীরা সহজেই সাধারণ মানুষের ক্ষতি করছে। পুলিশের তরফে সকলকে সতর্ক থাকার পরামর্শ(Youtuber Data Hack) দেওয়া হয়েছে এবং সন্দেহজনক কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানানোর অনুরোধ করা হয়েছে।