Horoscope: কেমন কাটবে বৃহস্পতিবার দিনটা? দেখুন রাশিফল

রাশিফল

নিউজ পোল ব্যুরো: ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার (Thursday) ,কেমন যাবে আপনার দিন? অর্থনৈতিক লাভের (Economic profit) সম্ভবনা কেমন এবং স্বাস্থ্য কেমন থাকবে? দেখে নিন রাশিফল (Horoscope)।

তুলা রাশি: আপনার দিন সুখ শান্তিতে কাটবে বন্ধু Friend এবং আত্মীয়দের (Relative) সঙ্গে আনন্দদায়ক (Pleasant) সময় কাটানোর সুযোগ পাবেন। অংশীদারীতে নতুন কোন উদ্যোগ নিতে পারেন। তবে লেনদেনের (Transaction) ব্যাপারে অতিরিক্ত সর্তকতা (Warning) অবলম্বন করা প্রয়োজন। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে পারবেন এবং একে অপরকে সাহায্য করবেন।

বৃশ্চিক রাশি: বাড়ি বা গাড়ি কেনার সুযোগ আসতে পারে চোখের কোন সমস্যা (Problem) থাকলে তা বাড়তে পারে। চাকরি খুঁজে পেতে আরও কঠোর পরিশ্রম (Hard work) করতে হবে। বাবা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা (Health problems)মিটে যাবে পুরনো বন্ধুর কাছ থেকে কোন সারপ্রাইজ (Surprise) পাওয়া যেতে পারে। গৃহস্থলীর কাজেও মনোযোগ দিন।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/02/26/february-26-2025-daily-horoscope-prediction-bengali/

ধনু রাশি: আপনার দিন শান্তিপূর্ণভাবে যাবে ব্যবসায় কোন বড় কাজ হারাতে হতে পারে তাই আই-ব্যয়ের (Income) (Expense)ভারসাম্য রক্ষা করতে হবে। কিছু সমস্যা বাড়তে পারে। তবে বাবা মায়ের আশীর্বাদে অমীমাংসিত কাজ (Unresolved work)সম্পন্ন হবে। প্রতিপক্ষের কথায় কান দেওয়া থেকে বিরত থাকুন। সন্তানদের কাছ থেকে ভালো সংবাদ (Good news) পেতে পারেন।

মকর রাশি: আপনার দিন কিছু সমস্যার মধ্যে কাটবে। আপনার কথার কারণে সবাই আপনার কাছ থেকে স্নেহ পাবে। ব্যবসায় (Business) ক্ষতির কারণে মন খারাপ হতে পারে। অন্যদের কথায় সহজে বিশ্বাস করবেন না। কাজের প্রতি মনোযোগ দিন এবং সরকারি প্রকল্পের (Government projects) সুবিধা পাবেন।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

মীন রাশি: বাড়ি,দোকান কেনা ভালো হবে। বাইরের কাউকে নিয়ে প্রেমের সম্পর্কেও (Love relationship)কিছু সমস্যা হতে পারে। বাবা-মা আপনাকে কিছু দায়িত্ব দিতে পারেন। ব্যবসায় উত্থান-পতন (Rise and fall) নিয়ে চিন্তা করবেন। তবে ব্যয় সঠিক পরিকল্পনা করা জরুরি হবে।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/02/25/hanumanji-puja-tuesday-astrology-horoscope-february/