ERAM Scheme: আপনি কি ১ হাজার টাকা ভাতা পেতে চান? আবেদন করুন এখনই

দেশ

নিউজ পোল ব্যুরো: কেন্দ্রীয় সরকার (Central Government) দুর্বল শ্রমিকদের সহায়তার জন্য একটি বিশেষ প্রকল্প (Special Projects) চালু করেছে,যার আওতায় প্রত্যেক শ্রমিককে প্রতি মাসে ১ হাজার টাকা ভাতা প্রদান করা হয়। এ প্রকল্পে শুধু আর্থিক সহায়তাই (Financial Assistance) নয় বরং ২ লক্ষ টাকা পর্যন্ত মেডিক্যাল বীমার (Medical Insurance) সুবিধাও সরবরাহ করা হয়। এই সুবিধা নিতে পারেন দুর্বল শ্রমিক,অভিবাসী শ্রমিক এবং গৃহকর্মীরা,যারা সমাজের অতি দরিদ্র শ্রেণীর (Poor Class) অন্তর্ভুক্ত।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/02/26/dollar-vs-taka-impact-on-indian-economy-and-sectors/

এই প্রকল্পের অধীনে একটি ইআরএএম কার্ড (ERAM Scheme) প্রদান করা হয়,যা ব্যবহার করে সংশ্লিষ্ট ব্যক্তি ২ লক্ষ টাকা পর্যন্ত মেডিক্যাল বীমা সুবিধা পেতে পারেন। এছাড়াও,প্রতি মাসে ১০০০ টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) ভাতা জমা দেওয়া হয়,যা তাদের জীবিকা নির্বাহে (Livelihood)সহায়ক হয়।

প্রকল্পে অংশগ্রহণের জন্য কিছু প্রয়োজনীয় নথি (Required Documents) এবং আবেদন প্রক্রিয়া রয়েছে। আবেদনকারীদের অবশ্যই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবুক (Bank account password) ,আধার কার্ড (Aadhar card এবং আধারের সঙ্গে নিবন্ধিত মোবাইল নম্বরের (Mobile number) কপি আপলোড করতে হবে। সরকার কর্তৃক নির্ধারিত পোর্টাল,ESHRAM.gov.in এর মাধ্যমে আবেদন করা যাবে। তবে যদি কেউ অনলাইনে আবেদন করতে সক্ষম না হন,তাহলে তারা তাদের নিকটস্থ ই-পরিষেবা কেন্দ্র অথবা সিএসসি কেন্দ্রে (CSC Center) নিয়ে আবেদন জমা দিতে পারবেন।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

একবার আবেদন জমা দেওয়ার পরে,কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আবেদনটি পর্যালোচনা করা হবে। আবেদনটি সফল হলে,১ হাজার টাকা ভাতা প্রতি মাসে আবেদনকারীর ব্যাঙ্ক একাউন্টে সরাসরি জমা করা হবে। এই উদ্যোগটির মাধ্যমে সরকার শ্রমিকদের আর্থিক নিরাপত্তা (Financial Security) প্রদান করার পাশাপাশি তাদের স্বাস্থ্য সুরক্ষাও নিশ্চিত করছে যা এই শ্রেণীর মানুষের জন্য একটি বড় ধরনের সহায়তা।

এই ধরনের প্রকল্পের মাধ্যমে সমাজের দরিদ্র ও ক্ষুদ্র শ্রেণীকে সাহায্য করা হচ্ছে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করা সম্ভব হচ্ছে,যা তাদের প্রতি সরকারের সহানুভূতির প্রমান।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/02/27/assam-earthquake-again-and-it-is-severe/