নিউজ পোল ব্যুরো: শিবরাত্রিতে (Maha Shivaratri) অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলায় ঘটল এক মর্মান্তিক ঘটনা । বুধবার সকালে পবিত্র স্নান করতে গিয়ে গোদাবরী নদীতে ডুবে মৃত্যু হল পাঁচ যুবকের। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
জানা গিয়েছে শিবরাত্রিতে (Maha Shivaratri) অন্ধ্রপ্রদেশের তাল্লাপুডি মণ্ডলের তাদিপুডি গ্রামে এইবেদনাদায়ক ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, সকাল ৮.৩০ নাগাদ ১২ জনের একটি দল স্নানের জন্য নদীতে নেমেছিল এবং পরে তারা উৎসবের জন্য কাছের একটি মন্দিরে যায়। স্নানের সময়েই তীব্র স্রোতে তাদের মধ্যে পাঁচজন ভেসে যান, বাকি সাতজন নিরাপদে পৌঁছাতে সক্ষম হন। রাজ্য দুর্যোগ মোকাবেলা বাহিনী, পুলিশ এবং স্থানীয় কর্তৃপক্ষ সহ উদ্ধারকারী দল এখনও পর্যন্ত তিনটি মৃতদেহ উদ্ধার করেছে। বাকি দুজনকে খুঁজে বের করার জন্য অনুসন্ধান অভিযান চলছে। নদীতে নামা বেশিরভাগের বয়স ২০ বছরের কম বলে জানা গিয়েছে। পূর্ব গোদাবরী পুলিশ সুপার ডি. নরসিংহ কিশোর জানিয়েছেন, “গোদাবরী নদীর প্রবাহ খুব কম এবং ধীর হওয়ায় ১১ জনের একটি দল হেঁটে নদী পার হওয়ার চেষ্টা করার সময় এই ঘটনা ঘটে।” পুলিশ নিহতদের নাম তিরুমালসেট্টি পবন, পাডালা দুর্গা প্রসাদ, আনিসেট্টি পবন, পাডালা সাই কৃষ্ণ এবং গারে আকাশ বলে জানিয়েছে। তারা সকলেই তাদিপুডি গ্রামের বাসিন্দা এবং তাদের বয়স ১৯ থেকে ২০ বছরের মধ্যে।মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য রাজমহেন্দ্রভরম সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: https://thenewspole.com/2025/02/26/bjp-press-conference-bengal-political-controversy/
শিবরাত্রিতে (Maha Shivaratri) নদীতে স্নান করার সময় ভক্তদের সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। জেলা কালেক্টর পি প্রশান্তি এবং তেলুগু দেশম পার্টির নেতারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়াতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছে। দ্বিতীয় ঘটনায়, বুধবার শ্রীশৈলমের লিঙ্গলাগাট্টু পয়েন্টে কৃষ্ণা নদীতে ডুবে মারা যান হায়দ্রাবাদের বাবা-ছেলে সহ তিনজন। পুলিশের মতে, মঙ্গলবার মধ্যরাত থেকে লিঙ্গলাগাট্টু ঘাটে হাজার হাজার ভক্ত পবিত্র স্নানের জন্য ভিড় জমান এবং বুধবার ভোরে ভিড় আরও বেড়ে যায়। জলে নামার পর এক বাবা-ছেলে এবং আরও এক ভক্ত নিখোঁজ হন। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন যে তাদের মধ্যে একজন সাঁতার জানত না, অন্য দুজন তাকে উদ্ধারের চেষ্টা করেছিলেন, কিন্তু তিনজনই তীব্র স্রোতে ভেসে যান। মহা শিবরাত্রি উপলক্ষে পবিত্র স্নানের জন্য তারা জলে নেমেছিলেন। প্রসঙ্গত, তেলেঙ্গানার মাহবুবনগরে একটি সেচ প্রকল্পের জন্য খোঁড়া গর্তে ৬ এবং ৪ বছর বয়সী দুই ভাইবোন ডুবে যাওয়ার দুই সপ্তাহ পর এই ঘটনাটি ঘটেছে।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/