Mamata Banerjee: “নির্বাচন এলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চার্জশিট দিতে হবে”: মুখ্যমন্ত্রী

কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: “নির্বাচন এলেই কেন্দ্রীয় এজেন্সির মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চার্জশিট দিতে হবে।” নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্মেলন থেকে ঠিক এই ভাষাতেই কেন্দ্র এবং সিবিআইয়ের উদ্দেশ্যে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেইসঙ্গে এক বছর আগে থেকেই দলকে ২০২৬ এর টার্গেট বেঁধে দিলেন মমতা।

আরও পড়ুনঃ Abhishek Banerjee in Netaji Indoor: আমার গলা কেটে দিলেও বিজেপিতে যাব না, নতুন দল হচ্ছে না

এদিন নেতাজি ইনডোরে দলের রাজ্য সম্মেলনে বক্তব্য রাখতে উঠে প্রথমেই নিজেকে দলের একজন কর্মী বলে অভিহিত করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বলেন, “আমি নেতা থেকেও বুথের কর্মীদের পুরস্কৃত করতে চাই, যারা বুথ আগলে থাকে।” এরপরই তিনি সদর্পে ঘোষণা করেন যে আগামী বছর বিধানসভা নির্বাচনে ২১৫ টিরও বেশি আসন নিয়ে ফিরবে তাঁর দল।

Mamata Banerjee

মমতার (Mamata Banerjee) আগে বক্তব্য রাখতে মঞ্চে উপস্থিত হয়েছিলেন সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যিনি সিবিআইয়ের চার্জশিটের নাম ওঠা প্রসঙ্গে এদিনের সভায় কী বলেন, তা নিয়ে কৌতূহলের অন্ত ছিল না। অভিষেক এ প্রসঙ্গে যত না আক্রমণাত্মক, তার থেকেও ঢের বেশি আগ্রাসী দেখা গেল তৃণমূল সুপ্রিমোকে। কেন্দ্রকে তুলোধুনা করে কার্যত চ্যালেঞ্জের সুরে বলেন, “অনেককেই জেলে পুরেছেন, কি প্রমাণ করতে পেরেছেন?” এরই সঙ্গে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তাঁর অভিযোগ, “নির্বাচন কমিশনের টোটালটাই বিজেপির লোকে ভরা।”

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

গত লোকসভা নির্বাচনে ২৯টি আসন জিতেছিল তৃণমূল। মমতার (Mamata Banerjee) দাবি ৫টি আসনে কারচুপি হয়েছে। বলেন, “কারচুপি না হলে তৃণমূল ৩৪টি আসন পেত।” এতেই শেষ নয়। তৃণমূল কংগ্রেসের নেতাদের ফোন ট্যাপ করা হয়, এদিন নেতাজি ইনডোরের সভা থেকে এমন অভিযোগও তুললেন বাংলার মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে ঠিক যেমনটা মনে করা হয়েছিল, তৃণমূলের রাজ্য সম্মেলনে ঘটল তেমনটাই।‌আসন্ন বিধানসভা নির্বাচনের ব্লু প্রিন্ট তৈরি শুরু করে দিল রাজ্যের শাসক শিবির।