I-PAC: আই প্যাকের সুরক্ষা বার্তা! মমতার রাজনৈতিক সংকেত স্পষ্ট

কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: আই-প্যাক (I-PAC) নিয়ে রাজনৈতিক মহলে (Political circles) এখন উত্তপ্ত পরিস্থিতি (Hot situation)। গত বুধবার আইপ্যাক এর কর্তা প্রতিজ্ঞ নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে যখন সাক্ষাৎ করেন, তখনই রাজনৈতিক মহলে কিছুটা হলেও বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। তারপরেও তৃণমূলের (TMC) প্রবীণ নেতা ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) সাহস দেখিয়েছিলেন। কল্যাণের অভিযোগ ছিল,আই-প্যাক (I-PAC) টাকা সংগ্রহ করে তার মাধ্যমে দল পরিচালনা করে, যা তার মতে অসৎ পথ। তার মতে এমন রাজনৈতিক এজেন্সি (Political agency) চালাতে হলে তারা এক ধরনের ঠিকাদার হয়ে দাঁড়ায়। সাত দিন পর বৃহস্পতিবার নেতাজি ইনডোরের (Netaji Indoor) সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্পষ্ট ভাবে জানিয়ে দেন,’আই-প্যাক (I-PAC) নিয়ে এই সমস্ত উল্টোপাল্টা কথাবার্তা বন্ধ করতে হবে।’

আরও পড়ুন:https://thenewspole.com/2025/02/27/mamata-banerjee-decides-on-2026-strategy-while-keeping-partys-momentum-in-her-own-hands/

তৃণমূলের (TMC) সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বক্তৃতার ধরন বেশ পরিচিত। তিনি সাধারণত বলেন, ‘আমার এমপিরা, আমার এমএলএ-রা, আমার যুবরা, আমার ছাত্ররা,’ এদিন তিনি বলেন, ‘আমার আই-প্যাক (I-PAC)।’ মঞ্চের পেছনে আইপ্যাডের কিছু প্রতিনিধি উপস্থিত ছিলেন এবং তাদের উপস্থিতি মমতার বক্তব্যের এক ধরনের সুরক্ষিত বার্তা প্রদান করছিল। এমনকি প্রতীক জৈনও উপস্থিত ছিলেন, যাকে অনেকেই সেদিন সরাসরি দেখেননি। মমতার মুখে এই বিশেষ বাক্যটি একরকমের রাজনৈতিক সংকেত (Political signals) হিসেবে দেখা গেছে।

এরপর আরো স্পষ্ট করে মমতা জানান, ‘বিজেপির (BJP) যদি ৫০ টা এজেন্সি থাকে, আমাদের তো একটা থাকতে হবে। তারা ফিল্ড সার্ভে করবে। তাদের সঙ্গে সহযোগিতা করতে হবে।’ তার বক্তব্যে পরিষ্কার ইঙ্গিত ছিল যে, আই-প্যাকের কাজ কেবল নির্বাচনী সমীক্ষা নয় বরং প্রচার কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, ‘পিকের আই-প্যাক নয়, এটা নতুন টিম। সবাই জানে তাদের সহযোগিতা কেমন।’

আরও পড়ুন:https://thenewspole.com/2025/02/27/abhishek-banerjee-in-netaji-indoor-even-if-they-cut-my-throat-i-will-not-join-bjp-there-is-no-new-party-being-formed-says-abhishek/

মদন মিত্র (Madan Mitra) এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) অভিযোগের পর মদন মিত্র দিদির কাছে ক্ষমা চেয়েছিলেন। তৃণমূল (TMC) সূত্রে খবর, দলীয় কিছু প্রবীণ নেতা এই নিয়ে অসন্তুষ্ট ছিলেন। কিন্তু পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) তাদের বুঝিয়ে বলেন আই-প্যাক (I-PAC) ছাড়া নির্বাচনী প্রস্তুতি সম্ভব নয়। আই-প্যাকের কাজের জন্য যারা বিরোধিতা করছেন, তারা মূলত দলের ভেতরের কিছু বিষয় নিয়ে ক্ষুব্ধ।

সূত্রের খবর, এই পরিস্থিতিতে একটি রফা সূত্র বের হয়েছে। আই-প্যাকের সদস্যরা দলের নেতাদের ফোন করে কোন নির্দেশনা বা পরামর্শ দেবেন না, তারা শুধুমাত্র সমীক্ষা ও প্রচারের কৌশল ঠিক করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন এই ইঙ্গিত দিয়েছেন এবং আই-প্যাকের সমীক্ষার কথা উল্লেখ করেছেন। সেই সঙ্গে তিনি জানিয়ে দেন, বাংলায় বিজেপির দুটি এজেন্সি কাজ করছে। তাদের বিরুদ্ধে ভোটার তালিকায় কারচুপি এবং ডেটা সংগ্রহের অভিযোগও তোলেন।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/