নিউজ পোল ব্যুরো: ছাব্বিশের বিধানসভা ভোটের টার্গেট বেঁধে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। কিভাবে কাজ করতে হবে সেই রুটম্যাপ তৈরি করে দিয়েছেন। একই সঙ্গে একহাত নিয়েছেন বিরোধীদের। বিশেষ করে নিশানা করেছেন বাংলার প্রধান বিরোধীদল বিজেপিকে। আক্রমণ শানিয়েছেন চড়া সুরে। নিদান দিয়েছেন বাংলায় সিপিএম-কংগ্রেস-বিজেপির জামানাত জব্দ করার, মুখ্যমন্ত্রীর এই সভার পরেই পাল্টা প্রতিক্রিয়া জানালেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুদার (Sukanta Majumdar)। জানালেন তৃণমূল ক্ষমতায় থাকলে আগামীতে বাংলার ভবিষ্যৎ কি হতে চলেছে। সেই সঙ্গে বললেন মুখ্যমন্ত্রী নাকি ভয় পেয়েছেন।
এদিন সুকান্ত বলেছেন, “বাংলাদেশে যে ধরনের অত্যাচারের ঘটনা ঘটেছে হিন্দুদের উপরে এবং যারা তথাকথিত সেকুলার তাদের উপরেও অত্যাচারের ঘটনা ঘটেছে যেহেতু তারা হিন্দু। তারফলে বাংলার বাঙালি হিন্দু অর্থাৎ পশ্চিমবঙ্গের যারা বাঙালি হিন্দু তাদের মধ্যে কিন্তু একটা এক হওয়ার এবং একসঙ্গে রাজনৈতিক ভাবে মত প্রকাশের প্রবণতা কিন্তু বেড়েছে বলে আমার মনে হয়। তার ফলে মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন এবং এখন তিনি হিন্দু সাজার চেষ্টা করছেন। মুখ্যমন্ত্রীর মুখে এখনও পর্যন্ত ১২-১৩ বছরে কখনও শুনেছেন এই প্রথমবার আমরা শুনলাম বলছেন আমি ব্রাহ্মণ ঘরের মেয়ে। এর আগে নিজেকে হিন্দু পর্যন্ত বলতেন না। মমতা বন্দ্যোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়টাও লিখতেন না। মমতা লিখতেন। এখনও সাইন করেন। আমরা খবরের কাগজের অ্যাড যে পাই সরকারের রাজ্য সরকারের সেখানে মমতা লেখা থাকে বন্দ্যোপাধ্যায় নয়।”
বিজেপি সভাপতির সুকান্তের (Sukanta Majumdar) কথায়, “আজকে সেই মমতা তিনি নিজেকে ব্রাহ্মণ ঘরের মেয়ে হিন্দু প্রমাণ করার চেষ্টা করছেন কারণ ভয় পেয়েছেন উনি। ভয় পেয়েছেন কি পশ্চিমবঙ্গের হিন্দুরা বুঝতে পেরেছেন যে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকা মানে তোষণকারীদের হাতে যদি বাংলার দায়িত্ব থাকে এবং সেক্ষত্রে সিপিআইএমও যা তৃণমূলও তা। এই দুই তোষণকারীর হাতে এবং কংগ্রেস তো নাম্বার ওয়ান তোষণকারী। তো তোষণকারীদের হাতে যদি বাংলার ক্ষমতা থাকে তাহলে আগামী দিনে বাঙালি হিন্দুদের উদবাস্তু হওয়া ছাড়া , আরও একবার উদবাস্তু হবে। তবে এবার ডবল ডবল হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মত। কারণ আগে বাঙালতা উদবাস্তু হয়েছিলেন, এবার ঘটিরাও উদবাস্তু হবে। বাঙাল ঘটি উদবাস্তু হয়ে নতুন একটা কোনও সম্প্রদায় তৈরি হবে।” সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) এই মন্তব্যে যে নতুন করে রাজনৈতিক মহলে ঝড় উঠবে তা আর বলার অপেক্ষা রাখে না।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/