New Town: ফের শিরোনামে নিউটাউন, নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ রং মিস্ত্রির বিরুদ্ধে

breakingnews অপরাধ কলকাতা

নিউজ পোল ব্যুরো: কিছুদিন আগেই নিউটাউনে(New Town) এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগ উঠেছিল এক টোটো চালকের বিরুদ্ধে। সেই ঘটনার পর ফের একবার শিরোনামে নিউটাউন। নাবালিকার শ্লীলতাহানির (Molestation) অভিযোগ উঠেছে। অভিযোগ এক রং মিস্ত্রির বিরুদ্ধে। অভিযুক্ত রং মিস্ত্রিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করেছে ইকোপার্ক থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৯ বছরের নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক রং মিস্ত্রির বিরুদ্ধে। নির্যাতিতা নিউটাউনের জ্যাংড়া হাতিয়ারা গ্রাম পঞ্চায়েতের ঘুনি টিয়া বাগানের বাসিন্দা। শ্লীলতাহানির ঘটনায় নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত রঙ মিস্ত্রিকে গ্রেফতার করেছে বিধাননগর কমিশনারেটের ইকোপার্ক থানার পুলিশ। ধৃতকে কওসর আলি ওরফে বাপি (৩২) নামে চিহ্নিত করা হয়েছে। যুবক পেশায় রঙের মিস্ত্রি। অভিযুক্ত ইকোপার্ক থানার যাত্রাগাছি-ঘুনি এলাকার বাসিন্দা। বুধবার বিকেলে ওই এলাকা থেকেই অভিযুক্ত বাপিকে পাকড়াও করেছে পুলিশ।

আরও পড়ুনঃ https://thenewspole.com/2025/02/27/assam-earthquake-again-and-it-is-severe/

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, দিনকয়েক ধরে নির্যাতিতা নাবালিকার টিয়া বাগানের বাড়িতে রঙের কাজ করছিল বাপি। বুধবার সকালেও সে কাজে গিয়ে ছিল। নিচের ঘরে রঙের কাজ করছিল। সে সময় নাবালিকার পরিবারের অধিকাংশ সদস্যরা বাইরে বেরিয়েছিলেন। জানা গিয়েছে, নিউটাউনে (New Town) নির্জন বাড়ি থাকার সুযোগ পেয়ে ওই নাবালিকাকে নানা প্রলোভন দেখিয়ে বাড়ির উপরের চারতলার ঘরে ডেকে নিয়ে যায় বাপি। অভিযোগ, সেখানেই শ্লীলতাহানির (Molestation) শিকার হয় নাবালিকা। বুধবার দুপুরের দিকে পরিবারের সদস্যরা বাড়ি ফিরে এলে কান্নাকাটি জুড়ে দেয় নাবালিকা। এরপর পরিবার অভিযুক্ত রঙ মিস্ত্রির বিরুদ্ধে ইকোপার্ক থানায় যৌন হেনস্থার একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার অভিযুক্তকে বারাসত আদালতে পাঠানো হবে। ধৃত রঙ মিস্ত্রিকে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

কিছুদিন আগেই নিউটাউনে এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ১৯ দিনের মাথায় চার্জশিট জমা দিয়েছে পুলিশ। নিউটাউনে নাবালিকা খুন ও ধর্ষণের ঘটনায় সোমবার বারাসাত আদালতে চার পাতার চার্জশিট জমা করেছে নিউটাউন থানার পুলিশ। সেখানে উল্লেখ করা হয়েছে টোটো চালক সৌমিত্র রায় একমাত্রই মূল অভিযুক্ত। পুলিশ সুত্রে জানা গিয়েছে, অভিযুক্ত সৌমিত্র নদিয়ার রানাঘাটের বাসিন্দা। তবে সে নিউটাউনের আদর্শ পল্লী এলাকায় ভাড়া থাকত। এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর অভিযুক্তকে গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ।