নিউজ পোল ব্যুরো: উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে থাইল্যান্ড হতে পারে একটি চমৎকার গন্তব্য। বিশেষ করে যারা সম্পূর্ণ অর্থায়নে (Fully Funded) স্নাতকোত্তর (Master’s) বা পিএইচডি (PhD) করতে চান, তাদের জন্য রয়্যাল থাই স্কলারশিপ (Royal Thai Scholarship) একটি দারুণ সুযোগ। এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (Asian Institute of Technology – AIT) ২০২৫ শিক্ষাবর্ষের জন্য এই বৃত্তি প্রদান করছে(Thai Royal Scholarship 2025)। ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত AIT, ব্যাংকক (Bangkok) থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। এটি উচ্চশিক্ষা, গবেষণা (Research), প্রযুক্তিগত পরিবর্তন (Technological Advancement) ও টেকসই উন্নয়ন (Sustainable Development) নিয়ে কাজ করছে। এআইটি দক্ষিণ-পূর্ব এশিয়ায় (Southeast Asia) অন্যতম মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান, যা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করে থাকে।
আরও পড়ুন:- https://thenewspole.com/2025/02/26/west-bengal-higher-secondary-exam-2025-details/
এই স্কলারশিপের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা নিম্নলিখিত সুবিধা উপভোগ করতে পারবেন:
১) স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রির সুযোগ
২) সম্পূর্ণ টিউশন ফি মওকুফ (Full Tuition Fee Waiver)
৩) আবাসন সুবিধা (Accommodation Facility)
৪) জীবনযাত্রার ব্যয়ভার বহন (Living Expenses)
৫) রেজিস্ট্রেশন ফি কভারেজ
আরও পড়ুন:- https://thenewspole.com/2025/02/26/kota-coaching-decline-crisis-and-its-impact/
রয়্যাল থাই স্কলারশিপের(Thai Royal Scholarship 2025) জন্য আবেদনের যোগ্যতা(Eligibility Criteria) নিম্নরূপ:
১) স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য: আবেদনকারীর স্নাতক (Bachelor’s) ডিগ্রি থাকতে হবে।
২) পিএইচডি প্রোগ্রামের জন্য: অবশ্যই স্নাতকোত্তর (Master’s) ডিগ্রি থাকতে হবে।
৩) একাডেমিক ফলাফল: ন্যূনতম CGPA ৩.৫ (CGPA 3.5 out of 4) থাকতে হবে।
৪) ইংরেজি ভাষায় দক্ষতা: IELTS স্কোর কমপক্ষে ৬ (Minimum IELTS Score 6)।
৫) প্রয়োজনীয় কাগজপত্র (Required Documents)
আরও পড়ুন:- https://thenewspole.com/2025/02/26/upper-primary-counselling-date-announced-by-ssc/
আবেদনের(Thai Royal Scholarship 2025) জন্য নিম্নলিখিত ডকুমেন্টগুলো প্রস্তুত করতে হবে:
১)সিভি (CV/Resume)
২) পাসপোর্ট (Passport Copy)
৩) একাডেমিক ট্রান্সক্রিপ্ট (Academic Transcript)
৪) সনদ ও মার্কশিট (Degree Certificate & Marksheet)
৫) দুটি রেফারেন্স লেটার (Two Recommendation Letters)
৬) ইংরেজি ভাষাদক্ষতার সনদ (English Proficiency Certificate – IELTS/TOEFL)
৭) রিসার্চ প্রপোজাল (Research Proposal – শুধুমাত্র পিএইচডির জন্য)
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
কিভাবে আবেদন করবেন? (How to Apply?)
আগ্রহী শিক্ষার্থীরা AIT-এর অফিশিয়াল ওয়েবসাইট (Official Website) থেকে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপত্র পূরণের সময় অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে।আবেদনের শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৫ (28th February 2025)। যারা দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ ফ্রি উচ্চশিক্ষার সুযোগ পেতে চান, তাদের জন্য রয়্যাল থাই স্কলারশিপ হতে পারে একটি দারুণ সুযোগ!